পেকুয়া প্রতিনিধিঃ
চট্টগ্রাম বিভাগীয় তারুণ্যের সমাবেশ শেষে বাড়ি ফেরার পথে মিরসরাই উপজেলা ছাত্রদল নেত্রী নাদিয়া নুসরাত এর ওপর ছাত্রলীগের অর্তকিত হামলা, নির্যাতন ও পুলিশ কর্তৃক মিথ্যা বানোয়াট মামলায় গ্রেফতার পরবর্তী জেলে প্রেরণের ঘটনার প্রতিবাদে ছাত্রদল কেন্দ্রীয় সংসদ কর্তৃক ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে প্রায় পাঁচ শতাধিক ছাত্রদল নেতৃবৃন্দের উপস্থিতিতে পেকুয়া উপজেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত বিক্ষোভ মিছিল পরবর্তী প্রতিবাদ সমাবেশে পেকুয়া সদর পূর্বজোন ছাত্রদলের সভাপতি জনাব তামিম হোসেন এর সঞ্চালনায় প্রধান বক্তার গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন, পেকুয়া উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক জনাব এরশাদুল আলম। এসময় ছাত্রদল নেতা এরশাদুল আলম বলেন, কেন্দ্র ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে মিরসরাই উপজেলা ছাত্রদল নেত্রী নাদিয়া নুসরাত এর উপর হামলার ঘটনার প্রতিবাদে আজকের এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ। সমাবেশ থেকে ছাত্রদল নেত্রী নাদিয়া নুসরাত এর নিঃশর্ত মুক্তির দাবি সহ উক্ত ঘটনায় পেকুয়া উপজেলা ছাত্রদলের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এবং উপজেলার বিভিন্ন ইউনিট থেকে আগত সকল নেতৃবৃন্দদের ধন্যবাদ জানিয়ে প্রতিবাদ সমাবেশ সমাপ্ত করেন।
এসময় উপস্থিত ছিলেন পেকুয়া উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক সাঈদি রহমান, ছাত্রদল, বারবাকিয়া সভাপতি এম রেজাউল করিম মানিক, মগনামার সাবেক সভাপতি জিয়াউর রহমান জিয়া, পেকুয়া সদর পশ্চিমজোনের সভাপতি মোহাম্মদ সোহেল, পেকুয়া সদর পূর্বজোনের সাধারণ সম্পাদক মোহাম্মদ সোহাইল,পেকুয়া সদর পশ্চিমজোনের সাধারণ সম্পাদক আহসান হাবীব, শিলখালীর সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু তৈয়ব, টৈটং এর সাংগঠনিক সম্পাদক সাঈদুল মোস্তাকিম সহ বিভিন্ন ইউনিট থেকে আগত প্রায় পাঁচ শতাধিক ছাত্রদল নেতৃবৃন্দ।
Design & Developed BY: ServerSold.com
https://writingbachelorthesis.com
Leave a Reply