মোঃ কামাল পারভেজ,গাজীপুর জেলা প্রতিনিধি
গাজীপুরের শ্রীপুরে কর্মস্থল থেকে বন্ধুর সাথে বাড়ি ফেরার পথে প্রাণনাশের হুমকি দিয়ে এক নারী শ্রমিককে (১৯) দলবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ।
সোমবার (১৯ জুন) রাত নয় টায় দিকে উপজেলার আবদার এলাকায় এ ঘটনা ঘটে। পরে পুলিশ খবর পেয়ে রাতেই এ ঘটনায় জড়িত দুজনকে আটক করে।তবে উজ্জ্বল নামের একজন পালিয়ে যান। এ ঘটনায় ওই তিন জনকে আসামি করে আজ শ্রীপুর থানায় মামলা হয়।
ভুক্তভোগী নারী শ্রমিক বলেন, ‘কারখানা ছুটির পর রাত ৯টার দিকে এক সহকর্মীর সঙ্গে হেঁটে বাড়ি ফিরছিলাম। পথে কয়েকজন আমার সহকর্মীকে মারধর করে আমাকে পাশের গভীর বনে নিয়ে মারধর করে, ভয়ভীতি দেখিয়ে দলবদ্ধ ভাবে ধর্ষণ করে। পরে তারা আমাকে সেখানে রেখেই পালিয়ে যায়। পরে আমার সহকর্মী আমাকে উদ্ধার করে বাড়ি পৌঁছে দেয়। এ বিষয়ে থানায় মামলা করেছি।
ভুক্তভোগী নারী শ্রমিকের মামা বলেন, রাতে বিষয়টি জানার পরপরই পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ গিয়ে দুজনকে আটক করেছে। আসামিরা এলাকার চিহ্নিত অপরাধী, মাদকসহ বিভিন্ন অপরাধের সঙ্গে তাঁরা জড়িত।
এ বিষয়ে জানতে চাইলে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম বলেন, খবর পেয়ে পুলিশ গিয়ে রাতেই দুজনকে আটক করেছে। মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ (মঙ্গলবার, ২০ জুন) আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে। ধর্ষণের শিকার নারীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য আসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
Design & Developed BY: ServerSold.com
https://writingbachelorthesis.com
Leave a Reply