ওসমান গনি,গজারিয়া প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জে গজারিয়া উপজেলা চুরি করা মালামাল সহ ৩ জনকে আটক করেছে গজারিয়া থানা পুলিশ।
এসময় মালামাল পরিবহনের কাজে ব্যবহৃত একটি পিকাপ ভ্যান জব্দ করা হয়।
আটককৃতরা হলো, ১,রাসেল (৩১) বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার মধ্য রতনপুর গ্রামের মৃত আব্দুর রবের ছেলে।
২,সুমন(৪৫) ঢাকার শ্যামপুর করিমউল্লাহ বাগ এলাকার কাদির মিস্ত্রীর ছেলে। ও খোকন মিয়া (৩৬) নারায়ণগঞ্জের পঞ্চবটি এলাকার মৃত মিজানুর মিয়ার ছেলে।
গজারিয়া থানা সূত্রে জানা যায়,গত ২৮ জুন গভীর রাতে গজারিয়া উপজেলার বসুরচর এলাকা থেকে গ্রে-স্টোন বাংলা লিমিটেড নামে একটি কোম্পানির ২টন লোহার রড ও ৬টি সাটার চুরি হয়। কোম্পানিটির পক্ষ থেকে প্রকৌশলী রাজীব মোল্লা গজারিয়া থানায় একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর জড়িতদের আটক করতে মাঠে নামে পুলিশ।
মামলার তদন্তকারী কর্মকর্তা গজারিয়া থানার এসআই (উপপরিদর্শক) আবুল কালাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি চুরি করা মালামালগুলো বিক্রি করার উদ্দেশ্যে অন্যত্র নিয়ে যাবে তারা। তথ্যপ্রযুক্তির সহায়তায় তাদের অবস্থান নির্ণয় করা হয়। পরবর্তীতে বাউশিয়া এলাকায় নিউ হোপ ইন্ডাস্ট্রির সংলগ্ন ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশ থেকে থেকে ১টন রড, ৫টি সাটার, মালামাল পরিবহনের কাজে ব্যবহৃত পিকাপ ভ্যানসহ ৩জনকে আটক করি আমরা।
বিষয়টি সম্পর্কে গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোল্লা সোহেব আলী বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা গ্রে-স্টোন বাংলা কোম্পানি থেকে মালামাল চুরি করার কথা স্বীকার করেছে। তাদের কোম্পানিটির দায়ের করার মামলায় আটক দেখানো হয়েছে আসামীদের জেল হাজতে পাঠানো হয়। বাকি মালামাল উদ্ধারে আমাদের চেষ্টা অব্যাহত আছে।
Design & Developed BY: ServerSold.com
https://writingbachelorthesis.com
Leave a Reply