মোঃ মামুন হোসাইন।পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ
পটুয়াখালীর কলাপাড়া উপজেলা চেয়ারম্যান এসোসিয়েশন’র ১২ সদস্য কমিটি গঠন করা হয়েছে।
১০ জুলাই রোজ সোমবার সকালে কলাপাড়া উপজেলা পরিষদ ভবনে বীর মুক্তিযোদ্ধা উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস,এম রাকিবুল আহসানের সভাপতিত্বে
অনুষ্ঠিত চেয়ারম্যান এসোসিয়েশন’র সভায় সর্ব সম্মতিক্রমে কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন বালিয়াতলী ইউনিয়ন পরিষদের জনগনের
আস্থার প্রতিক ও ভালবাসার মানুষ, ন্যায় পরায়ন ব্যক্তিত্ব, তরুণ সমাজ সেবক গরীব অসহায় মেহনতি মানুষের বন্ধু সৎ নির্ভীক, রাজনিতিবিদ ও
তারুণ্যের অহংকার বার বার নির্বাচিত সফল চেয়ারম্যান তিন বারের হ্যাট্রিক ভালবাসায় অভিরাম চেয়ারম্যান এ,বি,এম
হুমায়ুন কবির।
উক্ত চেয়ারম্যান ফোরামের সভাপতি নির্বাচিত হওয়ায় বালিয়াতলী ইউনিয়ন পরিষদের
সকল ভোটারদের মুখে হাসির
জলক, বইছে সবার হৃদয়ে আনন্দের মহা উৎসব, জনগণের ভালবাসায় ও তার কর্ম দক্ষতা অর্জনের কৃপায় এবং তার কাজে ইউনিয়নবাসী সবাই মুখরিত, সে একজন উদার মনের মানুষ ও জন নন্দিত, নিবেদিত প্রান, জানা যায়,
সে চেয়ারম্যান থাকাকালীন
অএ ইউনিয়নের ছোট বড়
সবার খোঁজ খবর নিতেন।
তিনি সুখে দুঃখে তাদের পাশে
গিয়ে দাড়াতেন এবং তার আমলে অএ ইউনিয়নের উন্নয়ন মুলক অনেক কাজ করেছেন,
তিনি প্রতিটি গ্রামে রাস্তা ঘাট,
কালমাঠ, ব্রীজ, মসজিদ, মন্দির
মাদক মুক্ত ও যুব সমাজের কল্যানে অসংখ্য সমাজ সেবা মূলক কাজ করেছেন এবং দুস্ত অসহায় মানুষের পাশে সব সময়
থাকতেন, তিনি একজন সদালাপী মনের মানুষ তার কাজে কর্মে ও ব্যবহারে ইউনিয়ন বাসী খুশি এবং সবাই
তার জন্য দোয়া করেন আল্লাহ তায়ালা যেন তাকে হায়াতে তৈয়বা দান করেন এবং তাকে সুস্থ রাখেন এই কামনা করেন।
তাছাড়া বালিয়াতলী ইউনিয়নের জনগণের আশা
ও প্রত্যাশা এবং সবার দোয়া
যাতে আজীবন তিনি অএ ইউনিয়নের চেয়ারম্যান হয়ে তাদের পাশে থাকেন এবং তাদের পাশে থেকে সেবা মূলক কাজ করে যেতে পারেন বলে জানান বালিয়াতলী ইউনিয়নের জনগণ। তিনি বালিয়াতলী ইউনিয়নের আইকন। শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন এলাকাবাসী।
Leave a Reply