মোঃ জাকির হোসেন স্টাফ রিপোর্টার
হায় হোসাইন হায় হোসাইন মর্সিয়া মাতমে সরব ইমামবাড়াগুলো
কুলাউড়ায় হায় হোসাইন হায় হোসাইন মর্সিয়া মাতমে সরব পৃথিমপাশার ইমামবাড়াগুলো।কুলাউড়া উপজেলার লংলা পরগনার পৃথিমপাশা নবাব বাড়ি, তরফি সাহেব বাড়িসহ আশে পাশের বিভিন্ন ইমামবাড়ায় শিয়া মতাবলম্বীরা পবিত্র মহরম উপলক্ষে ইমাম হোসাইন (আঃ) ও ৬১ হিজরীর কারবালার শহীদদের স্মরণে মজলিশ, মাতম, মর্সিয়া, জারি, নোহা ও শোক মিছিলের মাধ্যমে মহরমের শোক পালন করছেন এবারো।
প্রতিবছরের মতো সিলেট বিভাগের কুলাউড়া উপজেলার পৃথিমপাশা নবাব বাড়ি, তরফি সাহেব বাড়ি, মনরাজ সাহেব বাড়ি, পাল্লাকান্দি সাহেব বাড়ি, মরহুম শাহাদাত হোসেনের বাড়ি, বাঘবাড়ি, গোলাম হোসেনের বাড়ি ইমামবাড়া গুলোতে শিয়া সম্প্রদায়ের অনুসারীরা পহেলা মহরম হতে শোক অনুষ্ঠান ও মানত করে থাকেন। প্রায় তিনশত বছরেরও অধিক সময় থেকে কুলাউড়ার লংলায় ব্যাপক ভাবে বৃহৎ পরিসরে প্রতিবছর আশুরার শোক অনুষ্ঠান পালন করা হচ্ছে। মহরমের শোক অনুষ্ঠান ও আশুরা পালনের জন্য পৃথিমপাশা নবাব বাড়ি ইমামবাড়া গুলোতে কারবালার ইতিহাসের উপর বয়ান করছেন মাওলানা নূরে আলম (খতিব, পৃথিমপাশা নবাব বাড়ি জামে মসজিদ), মাওলানা মোহাম্মাদ মাজিদুল ইসলাম (রাজশাহী), মাওলানা আনিসুর রহমান (দিনাজপুর), মাওলানা ওহিদুল হাসান (যশোর)। এ বছর মহরমের শোক পালন উপলক্ষে এবং ২৯ জুলাই আশুরার দিনে শোক মাতম ও তাজিয়া মিছিল পালনের লক্ষে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে নবাব বাড়িতে। ২৯ জুলাই শনিবার বিকাল তিনটায় নবাব বাড়ি বড় ইমামবাড়া হতে শোকের নিশান আলম-পাঞ্জাসহ বিশাল তাজিয়া মিছিল নিয়ে ১০ দিন ব্যাপী আশুরার অনুষ্ঠানাধি (স্থানীয় কারবালার ময়দান) আলী আমজদ স্কুলের সম্মুখে শেষ হবে।
পৃথিমপাশা নবাব বাড়ির বাসিন্দা ও উপজেলা প্রশাসনের আইন শৃঙ্খলা কমিটির সদস্য নবাব আলী ওয়াজেদ খান বাবু বলেন, ৬১ হিজরীর কারবালার ঘটনা আমাদের ত্যাগ ও সত্যবাদের শিক্ষা দেয়। পৃথিমপাশায় তাজিয়া মিছিল ও মহরমের শোক পালনের সুদীর্ঘ ইতিহাস রয়েছে। ইতিমধ্যে শিয়া অনুসারীদের এই অনুষ্ঠান সফলভাবে সমাপ্ত করতে প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনীসহ এলাকাবাসী সার্বিক সহযোগিতা করে যাচ্ছেন।
পৃথিমপাশা ওয়াকফ ষ্টেইটের যুগ্ম মোতাওয়াল্লি ও সাবেক সংসদ সদস্য নওয়াব আলী আব্বাছ খাঁন বলেন, দীর্ঘ তিনশত বছরের অধিক সময় থেকে পৃথিমপাশায় মহরমের শোক অনুষ্ঠান পালন করা হয়। এখানে শিয়া, সুন্নি ও অন্যান্য মতাবলম্বীদের সার্বিক সহযোগিতায় প্রতিবছরের ন্যায় এবারও আশুরার শোক পালন করা হচ্ছে।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুছ ছালেক বলেন, পৃথিমপাশায় আশুরা পালন উপলক্ষে ইমামবাড়া ও আশেপাশে এলাকায় কয়েক স্তরের নিরাপত্তা জোড়দার করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যে পুলিশের পাশাপাশি বিভিন্ন নিরপত্তা বাহিনীর সদস্যরা কাজ করছেন।
Design & Developed BY: ServerSold.com
https://writingbachelorthesis.com
Leave a Reply