শাহরিয়ার শাকিল, স্টাফ রিপোর্টার
“জনস্বার্থে সাংবাদিকতা, সাংবাদিকতায় নিরাপত্তা” এ প্রতিপাদ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত সাংবাদিক সংগঠন বাংলাদেশ প্রেস ক্লাব (গভ: রেজি: নং- ৯৮৭৩৬/১২) বড়লেখা উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন ও আলোচনা সভা আগামীকাল শুক্রবার বিকেল ৩ ঘটিকায় অনুষ্ঠিত হবে।
মৌলভীবাজারের বড়লেখায় পৌর শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের ৩য় তলায় দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ তাজ উদ্দিন।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন উপজেলা কৃষক লীগের সভাপতি আব্দুল লতিফ।
প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ সাংবাদিক সমিতি বড়লেখা উপজেলা শাখার সভাপতি সিনিয়র সাংবাদিক ইকবাল হোসেন স্বপন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পৌর কাউন্সিলর জেহিন সিদ্দিকী, পৌর কাউন্সিলর রেহান পারভেজ রিপন, বাংলাদেশ প্রেস ক্লাব মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক মোফাদ আহমদ মুরাদ।
এছাড়াও সম্মেলনের উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ প্রেস ক্লাব মৌলভীবাজার জেলা ও সিলেট বিভাগীয় সভাপতি সাংবাদিক এম এ রুমান আহমদ।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জুড়ী টিএন খানম সরকারি কলেজের প্রভাষক বদরুল ইসলাম মনু, বড়লেখা অনলাইন রিপোর্টার্স ক্লাবের সভাপতি তপন চৌধুরী ও উদীচী শিল্পী গোষ্ঠী বড়লেখা উপজেলা শাখার সাধারণ সম্পাদক শুভাশিস দে শুভ্রসহ সুশীল সমাজের ব্যক্তিবর্গ।
বড়লেখা উপজেলার সাংবাদিক বৃন্দসহ সুশীল সমাজের সকল নেতৃবৃন্দদের উপস্থিত থাকতে বাংলাদেশ প্রেস ক্লাব বড়লেখা উপজেলা শাখার আহ্বায়ক সাংবাদিক মোহাম্মদ হানিফ পারভেজ ও সদস্য সচিব সাংবাদিক তাহমীদ ইশাদ রিপন বিনীত অনুরোধ জানিয়েছেন।
Design & Developed BY: ServerSold.com
https://writingbachelorthesis.com
Leave a Reply