আহসান হাবীব স্টাফ রিপোর্টার
লক্ষীপুর জেলার রায়পুর সরকারি কলেজ ছাত্রলীগের নতুন কমিটির আনন্দ মিছিল করা হয়েছে। এতে ইয়াসিন আরাফাত শিহাব দেওয়ানজীকে আহ্বায়ক করে ১৮ সদস্যবিশিষ্ট কমিটি মনোনীত করায় মঙ্গলবার ২৫ জুলাই দুপুর ১২ টায় এ মিছিল করা হয়। কলেজ ক্যাম্পাস থেকে মিছিলটি শুরু হয়ে রায়পুর শহরের প্রদান সড়কসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জেলা ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদককে অভিনন্দন জানিয়েছেন নেতাকর্মীরা।
মিছিলে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র গিয়াস উদ্দিন রুবেল ভাট, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক তানভীর হায়দার চৌধুরী রিংকু, উপজেলা আ’লীগের সদস্য ও পৌরসভার প্যানেল মেয়র মেহেদী হাসান শিশির পাঠান, কলেজ ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান আছিম, রিফাত,আশিক, শুভ, ইমরান, শাকিল, রনি,নিরব, সুমাইয়া, জিসান, সালমানসহ ৩ শতাধিক নেতাকর্মী।
মিছিল শেষে রায়পুর থানার সামনে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, আওয়ামী লীগের অন্যতম সহযোগী সংগঠন ছাত্রলীগ। এ সংগঠনের সোনালী ঐতিহ্য ধরে রাখতে নতুন নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করবে। রায়পুর সরকারি কলেজ ছাত্রলীগ জেলার মডেল কমিটি হিসেবে পরিচিতি পাবে।
উল্লেখ্য গত ২১ জুন ‘২৩ ইং তারিখে লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ সাইফুল ইসলাম রকি ও সাঃ সম্পাদক মোঃ শাহাদাৎ হোসেন ভূইয়া এ কমিটির অনুমোদন দেয়।
Design & Developed BY: ServerSold.com
https://writingbachelorthesis.com
Leave a Reply