শাহরিয়ার শাকিল,স্টাফ রিপোর্টার
আপন ভাইয়ের খুনের অভিযোগে অভিযুক্ত বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির সাথে জড়িত মৌলভীবাজারের বড়লেখা উপজেলার সুজানগর ইউনিয়নের ছিদ্দেক আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল জলিলের বহিষ্কারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৮ই আগস্ট) বিকেলে আজিমগঞ্জ বাজারে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করা হয়। এসময় আব্দুল জলিলের বিভিন্ন অপকর্ম ও অনিয়মের কথা বক্তব্যে উঠে আসে।
ছিদ্দেক আলী উচ্চ বিদ্যালয়ের ছাত্ররা বলেন তাদের সাথে অশালীন ভাষায় গালিগালাজ করার পাশাপাশি তিনি বিভিন্নভাবে হুমকি দিয়ে থাকেন।
এছাড়াও তিনি বলেন আজকের এই মানববন্ধনে যদি তারা অংশ করে তাহলে পরিক্ষায় তাদের অকৃতকার্য দেওয়া হবে।
সুজানগরের সচেতন ব্যক্তিবর্গ অভিযোগ করে বলেন, স্কুলের তিনি প্রধান শিক্ষক হওয়ার পর থেকে স্কুলের পড়ালেখার মান-উন্নয়ন কমে গেছে এবং এসএসসি পরীক্ষার রেজাল্ট দিন দিন আরো খারাপের দিকে যাচ্ছে। উপবৃত্তি সহ সাধারণ ছাত্র ছাত্রীরা সরকারি-বেসরকারি সকল সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। এসব নিয়ে অভিভাবকরা অভিযোগ করলে তিনি সাড়া না দিয়ে উল্টো খারাপ আচরণ করেন।
উক্ত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সুজানগর যুব সমাজের সভাপতি জুবেল আহমদ, সহ-সাধারণ সম্পাদক দেলওয়ার হোসেন, আজিমগঞ্জ ক্রিকেট একাডেমির সাধারণ সম্পাদক অলিদ আহমদ, শামছুল ইসলাম, ফরহাদ আহমদ, লাবিব আহমদ, সেতু আহমদ, সুমেদ আহমদসহ আরো অনেকেই।
মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে অভিযুক্ত শিক্ষক আব্দুল জলিলকে ৭ দিনের মধ্যে স্কুল থেকে বহিষ্কার বা অন্য স্কুলে বদলি করার দাবি জানানো হয়।