পেকুয়া প্রতিনিধি :
কক্সবাজারের পেকুয়ায় মুদি দোকান লুটপাটে বাঁধা দেওয়ায় ব্যবসায়ীর উপর দুর্ধর্ষ হামলা চালায় একদল সন্ত্রাসী। এসময় সন্ত্রাসীদের হামলায় শিশু সহ ব্যবসায়ী আহত হয়েছেন।
(১১আগস্ট) বিকাল ৪টা ৪৫ মিনিটের দিকে উপজেলা সদর ইউনিয়নের দক্ষিণ মেহেরনামা বাগগুজারা বাজারের আবু ছৈয়দের মুদি দোকানে এই হামলার ঘটনা ঘটে।
এসময় দোকানে থাকা দক্ষিণ মেহেরনামা বাজার পাড়া এলাকার মৃত আবুল কাশেমের পুত্র ও মুদি দোকানের মালিক আবু ছৈয়দ (৩৫),তাঁর শিশু কন্যা হুরি জান্নাত নুরী (১১),কাঁন্না করলে তাঁকেও মারধর করে গুরুতর জখম করা হয়। হাতের হাড় ভেঙ্গে দেওয়া হয়।
এই হানলায় অভিযুক্ত ব্যক্তিরা হলেন-একই ইউপির দক্ষিণ মেহেরনামা বাজার পাড়া এলাকার মৃত হোছাইন আলীর ছেলে নজরুল ইসলাম ভুট্টো(৪০),ও শওকত ওসমান(৪৫),এবং আবু তালেব(৫০),মৃত এমদাদ মিয়ার ছেলে রশিদ আহমদ (৪৮),রশিদ আহমেদের ছেলে রানা(২৮),শওকত ওসমানের ছেলে মোশাররফ হোসেন (২৫),নজরুল ইসলাম ভুট্টোর ছেলে মোশাররফ হোসেন রায়েদ(২৩),সহ অজ্ঞাত ২/৩জন।
এই ঘটনায় পেকুয়া থানায় লিখিত এজাহার দায়ের করা হয়েছে। এজাহার সুত্রে জানা যায়,
নজরুল ইসলাম ভুট্টো বাগগুজারা বাজারস্থ আবু ছৈয়দের মুদির দোকানে এসে বাকীতে মালামাল চাইলে আবু ছৈয়দ বাকী দিতে পারবে না বলে অপারগতা জানালে, ভুট্টো আবু ছৈয়দের উপর ক্ষিপ্ত হইয়ে উঠে এবং ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করিতে দিনে না মর্মে প্রকাশ্যে হুমকি দিয়া অপরাপর অভিযুক্তদের ডাকিয়া আনে।অভিযুক্তরা লোহার রড, হাতুড়ী, লাঠিসোটা, গাছের বাটাম ইত্যাদি দিয়ে আবু ছৈয়দ ও তাঁর শিশু কন্যা হুরি জান্নাত নুরীকে মারধর করে মারাত্মক জখম করা হয়। মারধরের কারণে আবু ছৈয়দের কোমরের হাট শিশু হুরির হাতের হাড় ভেঙ্গে যায়। নজরুল ইসলাম ভুট্টো দোকানের ক্যাশ বাক্স থেকে নগদ ৪০,৫০০/- (চল্লিশ হাজার পাঁচশত) টাকা ও কিছু খুচরা টাকা নিয়া নেয়।শওকত ওসমান আবু ছৈয়দের ব্যবহৃত একটি স্মার্টফোন যার মূল্য ১৫,৫০০/- (পনের হাজার পাঁচশত) টাকা কাড়িয়া নয়। একপর্যায়ে অভিযুক্তরা আবু ছৈয়দ ও তাঁর মেয়েকে আরো মারধর করিতে থাকিলে শোর-চিৎকারে আশ-পাশের লোকজন আগাইয়া আসিতে থাকিলে বিবাদীগণ ঘটনার বিষয়ে মামলা-মোকদ্দমা করিলে প্রাণনাশ করিবে, নোকান লুটপাট করে, ব্যবসা করিতে নিবে না ইত্যাদি হুমকি-ধমকি প্রদর্শন করিয়া ঘটনাস্থল ত্যাগ করে।
এই বিষয়ে অভিযুক্তদের সাথে যোগাযোগ করে না পেয়ে মুঠোফোনে সংযোগ না পাওয়ায় তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয় নি।
Design & Developed BY: ServerSold.com
https://writingbachelorthesis.com
Leave a Reply