মোঃ জাকির হোসেন স্টাফ রিপোর্টার
৭ আর্মড পুলিশ ব্যাটালিয়ান, সিলেট এর অধিনায়ক, অতিরিক্ত ডিআইজি, খন্দকার ফরিদুল ইসলাম এর নির্দেশনায় গত ১১/০৮/২৩ খিঃ তারিখ সন্ধ্যা ০৭.৩০ ঘটিকার সময় পুলিশ পরিদর্শক (নি:) মো: মাইনউদ্দিন এর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানাধীন মজিদপুর সাকিনের মজিদ মার্কেট এর সামনে থেকে আমদানি নিষিদ্ধ ১৯ বোতল ভারতীয় মদসহ বাবুল দাস (৫০), পিতা- মৃত অদর দাস, সাং- খাশিলা, থানা-জগন্নাথপুর , জেলা- সুনামগঞ্জকে আটক করা হয়। ১৯ ভোতলের মধ্যে ১৫ টি officers choice, ০৩ টি magic mements এবং ০১ টি ice vodka ।
এস আই (নিঃ) মো: আবু তাহের ঘটনার বিষয়ে বাদী হয়ে জগন্নাথপুর থানায় এজাহার দায়ের করেন।
Design & Developed BY: ServerSold.com
https://writingbachelorthesis.com
Leave a Reply