মনজুরুল ইসলাম স্টাফ রিপোর্টারঃ
নাটোরে বিএনপি পদযাত্রা কর্মসূচীকে কেন্দ্র করে আওয়ামী লীগ কর্মিদের বিচ্ছিন্ন হামলায় ইউপি চেয়ারম্যান সহ অন্তত ৫ জন আহত হওয়ার দাবি করেছে বিএনপি। আহত অবস্থায় নাটোর সদর উপজেলার কাফুরিয়া ইউপি চেয়ারম্যান আবুল কালামকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নাটোর চিনিকল এলাকায় তার ওপর হামলা হয় বলে জানান বিএনপি নেতারা।বিএনপি পদযাত্রা কর্মসূচীকে কেন্দ্র করে সকাল থেকেই নাটোর শহরের আলাইপুর জেলা বিএনপি কার্যালয় এলাকায় অবস্থান নেয় আওয়ামী লীগ কর্মিরা। এ সময় আওয়ামী লীগ কর্মীরা জেলা বিএনপির কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করে। এছাড়া শহরের বিভিন্ন পয়েন্টে আওয়ামী লীগ কর্মিদের অবস্থান নিতে দেখা যায়।
কর্মসূচীতে যোগ দিতে আসা বিএনপির এসব নেতা কর্মিদেরকে আওয়ামী লীগ কর্মিরা মারপিট করছে বলে বলে অভিযোগ করেন নাটোর জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহিদুল ইসলাম বাচ্চু।
আর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে শহরে বিপুল পরিমাণ পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নাসিম আহমেদ।
Design & Developed BY: ServerSold.com
https://writingbachelorthesis.com
Leave a Reply