ওসমান গনি,গজারিয়া প্রতিনিধিঃ
মুন্সিগঞ্জ গজারিয়া উপজেলা পুরান বাউশিয়া এম এ আজহারের বাজারে দুর্দশ ভাবে দোকানের ঝাপ খুলে চুরি করা হয়েছে নাইটঘাট না থাকায় চোরেরা সহজভাবেই চুরি করে পালাতে সুযোগ পেয়েছে।
গজারিয়া পুরান বাউশিয়া এম এ আজহার বাজারে ২৩-৮-২০২৩ বুধবার বাজারের সবাই দোকানদারি করে শেষ করার পর দোকান বন্ধ করে বাড়ি চলে যায় এই সুযোগে বাজারের নাইটগার্ড না থাকায় একাধিক দুর্বৃত্তরা একই সময় ৩ দোকানে হামলা করে মালামাল লুট করে নিয়ে যায়।
মোতালেব দোকানদার জানান ৩০,০০০ হাজার টাকা দুই বস্তা ডাল , কসমেটিক্স , তেলের বোতল ইত্যাদি আরও অগণিত অনেক কিছু নেওয়া হয়েছে। মনা তার দোকান থেকে সমতির ২৫০০০ টাকা নগদ দোকানের ৫০০ টাকার মতন খুচরা আরো মালামাল সহ অনেক কিছু নিয়ে গেছে দুর্বৃত্তরা ।শহীদ দোকানদার তিনি জানান দোকানের পিছন দিয়া কেটে আমার প্রায় ১০ হাজার টাকার মতন সিগারেট ১৫০০০ টাকার মতন ক্যাশ টাকা নিয়ে যায়। এবং সিএনজি থেকে ব্যাটারি পাস খুলে নিয়ে যায় সিএনজি ড্রাইভার ইসমাহিল আমাদেরকে জানান প্রায় পাঁচ বছর যাবত এই বাজারে সিএনজি রাখি কোন সময় চুরি হয় নাই এই প্রথম আমি চোরদের বিচার চাই আমি গরিব মানুষ আমার কপালে লাথি মেরেছে তিনটা কিস্তি আছে আমি এখন কিভাবে কিস্তি চালাবো।
বাজার কমিটির সভাপতি আমাদেরকে জানান ব্যবসা ভালো না দোকানদার এমনি ক্ষতিগ্রস্ত এর পাশাপাশি কিছুদিন পর পর চুরি হয় আমরা চেষ্টা করব তোর শনাক্ত করার জন্য আমরা চোর সনাক্ত করতে পারলেই সুষ্ঠু বিচার করব।
Design & Developed BY: ServerSold.com
https://writingbachelorthesis.com
Leave a Reply