মোহাম্মদ মাসুদ বিশেষ প্রতিনিধি
চট্টগ্রাম নগরীর চকবাজার ১৭ নং ওয়ার্ডের আজিজিয়া হেফজ মাদ্রাসার ছাত্র মো:আলিফ(১০) নিখোঁজ মাদ্রাসা ছাত্র সন্ধানে রসুলবাগ খালপাড়েে উদ্ধার অভিযান।
পশ্চিম বাকলিয়া সড়কে অবস্থিত চাকতাই ডাইমেনশন খাল পাড়ের ছৈয়দা শাহ,ওয়াপদা এলাকা খালপাড়েে খালে পড়প এ নিখোঁজ ঘটনা ঘটে।
আজ ৩০আগষ্ট (বুধবার) মাদ্রাসার আশেপাশের সিসিটিভি ফুটেজ চেক করে মাদ্রাসার পাশ দিয়ে ভয়ে যাওয়া চাকতাই ডাইমেনশন খালে বিকেল ৫ টা থেকে উদ্ধার অভিযান পরিচালনা করেন।অভিযানে চন্দপুরা ফায়ার সার্ভিস ও বাকলিয়া থানার অফিসার্স ইনচার্জ এই সময় ফায়ার সার্ভিসের ডুবুরি দলও অংশ গ্রহণ করেন।
গত ২৮আগষ্ট মঙ্গলবার আনুমানিক দুপুর ২ টায় মাদ্রাসা হতে নিখোঁজ হওয়ার সংবাদে সম্ভাব্য সব জায়গায় খোঁজ নিয়েও সন্ধান না পাওয়ায়,একপর্যায়ে বাকলিয়া থানা ও চন্দনপুরা ফায়ার সার্ভিসে বিষয়টি জানান মাদ্রাসা কর্তৃপক্ষ।
উল্লেখ্য: রসুলবাগ আবাসিক খালপাড়ের ময়লা আবর্জনায় ভাগাড়ে পরিপূর্ণ এই বিষয়ে নানা অভিযোগ চসিক কতৃপক্ষকে জানিয়েও কোনো প্রতিকার পাচ্ছেনা বলে জানান স্থানীয় এলাকাবাসী। স্বাস্থ্যঝুঁকি সহ নানা অসুবিধা ভোগান্তি রয়েছে। এই খাল থেকে ডেঙ্গু মশার উৎপত্তি ও পানিবাহিত রোগ ছড়িয়ে পরার সর্বদায় আতংকে থাকে খালপাড়ের বাসিন্দারা।
Design & Developed BY: ServerSold.com
https://writingbachelorthesis.com
Leave a Reply