
হমায়ুন কবির, রাণীশংকৈল,(ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌর শহরে বেসরকারি সংস্থা ইএসডিও’র সভাকক্ষে শনিবার (২৩ সেপ্টেম্বর) দলিত ও আদিবাসীদের নিয়ে উপজেলার সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ইকো সোশাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)’র আয়োজনে ও হেকস ইপারের সহযোগিতায় অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন, সংস্থার প্রেমদীপ প্রকল্পের মনিটরিং এন্ড ইভ্যালুয়েশন কো অর্ডিনেটর মোস্তাকুর রহমান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,
উপকারভোগী আরতি পাহান, কান্ত পাহান, স্বপ্না রাণী, মানিক বাসফোরসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা। সভাপতি তার বক্তব্যে দলিত ও আদিবাসীের জীবন মান উন্নয়নের চিত্র সংবাদকর্মীদের তুলে ধরার আহবান জানান। এছাড়াও বক্তারা এসব ক্ষুদ্র নৃগোষ্ঠীর পিছিয়ে পড়া মানুষকে কিভাবে তাদের নাগরিক অধিকার আদায় এবং মূল স্রোত ধারায় ফিরিয়ে
নিয়ে আসা যায় তা নিয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠান উপস্থাপনা করেন
ইএসডিও’র প্রেমদীপ প্রকল্প ম্যানেজার খায়রুল আলম।
Leave a Reply