মনজুরুল ইসলাম স্টাফ রিপোর্টারঃ
নাটোরের সিংড়ায় সড়ক দুর্ঘটনায় অভি (২০) নামের এক ছাত্রলীগ নেতা নিহত হয়েছে। আজ রবিবার রাত পৌনে নয়টার দিকে উপজেলার নিঙ্গইন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত অভি উপজেলার সাঐল গ্রামের শওকত আলীর ছেলে এবং সিংড়া গোলই আফরোজ কলেজ ছাত্রলীগের উপ দপ্তর বিষয়ক সম্পাদক।
এলাকাবাসী জানায়, আজ রবিবার রাত সাড়ে আটটার দিকে অভি তার বন্ধু মিলুকে নিয়ে মোটরসাইকেল যোগে নাটোর যাচ্ছিল। রাত পৌনে নয়টার দিকে নাটোর বগুড়া মহাসড়কের নিঙ্গইন এলাকায় পৌঁছালে নাটোর থেকে আসা একটি ট্রাক তাদের ধাক্কা দেয় । এতে অভি এবং তার বন্ধু মিলু রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হয়।
এ সময় এলাকাবাসী তাদের উদ্ধার করে দ্রুত সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক অভিকে মৃত ঘোষণা করেন। অভির আহত বন্ধু মিলুকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) রফিকুল ইসলাম জানান, এই দুর্ঘটনায় জনগণ একটি ট্রাক আটক করে পুলিশে দিয়েছে। তবে এর চালক এবং চালকের সহকারী পালিয়ে গেছে। তিনি আরো জানান, আমরা চালককে আটকের চেষ্টা চালাচ্ছি।
Design & Developed BY: ServerSold.com
https://writingbachelorthesis.com
Leave a Reply