মনজুরুল ইসলাম স্টাফ রিপোর্টারঃ
নাটোরের লালপুরে অগ্নিদগ্ধ হয়ে শাহানারা বেগম নামে এক বুদ্ধি প্রতিবন্ধি নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন নিহতের ৮ বছরের মেয়ে মায়েশা খাতুন ও বৃদ্ধা মা ইয়াতুল বেগম। মঙ্গলবার রাত ৯টার দিকে উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের নওয়াপাড়া এলাকায় এঘটনা ঘটে।
নিহত শাহানারা বেগম নওয়াপাড়া এলাকার মৃত রমজান আলীর মেয়ে।
নিহতের প্রতিবেশি আনোয়ার হোসেন জানায়, শাহানারা বেগম তার মা ও মেয়েকে নিয়ে নদীর ধারে টিন সেডের একটি ঘরে থাকেন। বুদ্ধি প্রতিবন্ধি হওয়ায় প্রতিবেশিদের সহযোগিতায় তার সংসার চলে। আগুন দেখে স্থানিয়রা ফায়ার সার্ভিসে খবর দেয়।
লালপুর ফায়ার সাভিুসের পরিদর্শক ছাব্বির আহমেদ জানায়, রাত ৯টার দিকে নওয়াপাড়া এলাকায় বাড়িতে আগুন লাগার ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায়। দ্রæত সময়ের মধ্যে আগুন ছড়িয়ে পড়ায় শাহানারা দগ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায়। আগুন দেখে স্থানিয়রা এগিয়ে এসে দগ্ধ অবস্থায় মেয়ে মায়েশা ও মা ইয়াতুলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভতির্ করেন। পরে মায়েশার অবস্থা আশংকাজনক হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। প্রাথমিক ভাবে ধারনা করা যাচ্ছে রাতে কুপি বাতির আগুন থেকে ঘরের পাটকাঠির বেড়ায় ধরে এ অগ্নিকান্ডের সুত্রপাত হয়েছে।
Design & Developed BY: ServerSold.com
https://writingbachelorthesis.com
Leave a Reply