গাজীপুর জেলা প্রতিনিধিঃ
গাজীপুরের শ্রীপুরে তিন বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টাকারী, অভিযোগে গ্রেফতারকৃত ফারুকের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী।
জানা গেছে,গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার ২নং গাজীপুর ইউনিয়নের উওর গাজীপুর গ্রামের শ্রীমঙ্গল পুকুর পাড়ে গত সোমবার (১৮ শে সেপ্টেম্বর) সকাল আনুমানিক সাড়ে দশটার দিকে হুমাইরা ইসলাম জান্নাত(৩)নামের এক শিশু বাচ্চাকে প্রতিবেশী ফারুক(৫০)নামের এক বৃদ্ধ ধর্ষণের চেষ্টা করে।
শিশু বাচ্চা হুমাইরা আহত অবস্থায় বাড়ীতে এসে তার বাবাকে বলে ফারুক (ওরফে মহিষ দাদা)আমাকে মেরেছে,হুমাইরার বাবা জনি মিয়া মেয়েকে প্রশ্ন করে কোথায় মেরেছে,তখন ছোট্ট হুমাইরা লজ্জা স্থানে হাত দিয়ে বলে এখানে মেরেছে, হুমাইরা আর্তচিৎকারে বলে,বাবা আমার খুব ব্যথা করছে।তখন জনির তার স্ত্রীকে ডেকে বলে দেখতো মেয়ে কি বলছে, হুমাইরার মা মেয়ের অবস্থা আশংকা জনক দেখে তাকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য শহীদ তাজ উদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে রের্ফাড করে।
পরে হুমাইরা মা বাদী হয়ে শ্রীপুর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে,অভিযোগ পেয়ে শ্রীপুর মডেল থানার পুলিশ গত মঙ্গলবার (১৯ শে সেপ্টেম্বর) দুপুরে তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আটক করে।এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে প্রেরন করেন।
তিন বছরের শিশু বাচ্চা হুমাইরা ইসলাম জান্নাতের সাথে ঘটে যাওয়া এই নেক্কার জনক ও অমানবিক নির্যাতন কারী কুলাঙ্গার ফারুকের ফাঁসির দাবিতে ভোক্তভোগী পরিবার ও এলাকা বাসী বুধবার(২৬ শে সেপ্টেম্বর)সকাল ১১ঘটিকায় উপজেলার জৈনা বাজার( ঢাকা-ময়মনসিংহ) মহা সড়কে মানববন্ধন পালন করে।
এসময় ভুক্তভোগী পরিবার সহ, স্কুল ও কলেজের শিক্ষার্থী এবং এলাকাবাসী উপস্থিত ছিলেন, উক্ত মানববন্ধনে হুমাইরার দাদী বলেন,আমার নাতিকে কুলাঙ্গার ফারুক নির্যাতন করেছে, আমি বাংলাদেশ সরকার প্রধান মন্ত্রীর কাছে দাবি জানাচ্ছি, প্রধান মন্ত্রী আপনিও একজন মা, সেই মা জাতিকে কলঙ্কিত করেছে এই কুলাঙ্গার ফারুক। আমি তার সঠিক বিচার ফাঁসির দাবি জানাচ্ছি।
এসময় শিশু হুমায়ইরার ফুপু বলেন,তিন বছরের ছোট্ট শিশুকে ফারুক যে ভাবে নির্যাতন করেছে,আমি প্রশাসনের কাছে অনুরোধ জানাচ্ছি, এই ধর্ষকের এমন শাস্তি দেওয়া হউক যাতে এটা দেখে আর কোন শিশু ও নারীকে কেউ কোন দিন ধর্ষন করার সাহস না পায়।
উক্ত মানববন্ধনে আরোও ফাঁসির দাবি জানান মানবাধিকার কর্মী খোদেজা বেগম,হুমাইরার চাচা দেলোয়ার হোসেন, সহ উপস্থিত সকলে ধর্ষন চেষ্টাকারী ফারুকে ফাঁসি দাবি করেন,এবং প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন।
Design & Developed BY: ServerSold.com
https://writingbachelorthesis.com
Leave a Reply