ওসমান গনি,গজারিয়া প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জে গজারিয়া উপজেলা ইমামপুর ইউনিয়নের চর সাহেবানী গ্রাম থেকে এক কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সৎ মায়ের সাথে অভিমান করে ওই কিশোরী আত্মহত্যা করেছে বলে ধারণা স্বজনদের।
নিহত কিশোরীর নাম যুথি আক্তার (১৭)। সে উপজেলার ইমামপুর ইউনিয়নের চর সাহেবানী গ্রামের মালয়েশিয়া প্রবাসী জহিরুল ইসলামের মেয়ে বলে জানা গেছে।
ভুক্তভোগীর স্বজন ও স্থানীয় জানায়, যুথি স্থানীয় মাথাভাঙ্গা দাখিল মাদ্রাসা থেকে চলতি বছর দাখিল পাশ করেছে। প্রায় দুই বছর আগে অসুস্থ হয়ে যুথি ও তার এক ছোট ভাইকে রেখে তার মা মারা গেলে বাবা প্রতিবেশী পান্না আক্তারের সাথে বিবাহ করেন। দ্বিতীয় বিবাহ করার কয়েক মাস পর বাবা বিদেশে চলে গেলে বিভিন্ন বিষয় নিয়ে সৎ মায়ের সাথে তার ঝগড়া হতো। সম্প্রতি সৎ মায়ের উপর অভিমান করে তার ছোট ভাই নানা বাড়িতে চলে গেছে।
সোমবার (২ অক্টোবর) দুপুর বারোটার দিকে জানালা দিয়ে যুথির শয়ন কক্ষে সিলিং ফ্যানের সাথে তার ঝুলন্ত লাশ দেখতে পায় এক প্রতিবেশী। পরে পুলিশকে খবর দেওয়া হলে ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করা হয়।
এদিকে নিহতের নানা রবিউল আউয়াল জানান, এই ঘটনার জন্য সৎ মা পান্না আক্তার দায়ী। তাকে খুন করা হোক অথবা আত্মহত্যায় প্ররোচিত করা হোক তার দায় পান্নার। এ বিষয়ে সৎমা পান্নার বিরুদ্ধে তারা থানায় লিখিত অভিযোগ করবেন।
বিষয়টি সম্পর্কে গজারিয়া থানার অফিসার ইনচার্জ মোল্লা সোহেব আলী বলেন, পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে বিষয়টি আমাদের কাছে আত্মহত্যা বলে মনে হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
Design & Developed BY: ServerSold.com
https://writingbachelorthesis.com
Leave a Reply