নিজস্ব প্রতিবেদকঃ
হে নিঃস্বার্থ কারিগর,
আপনাদের পরামর্শ, উৎসাহ, অনুপ্রেরণা, আর শিক্ষায় আমাদের শুধু সফল নয়, মানুষ বানিয়েছে মানুষের মতো।
বিশ্ব শিক্ষক দিবসে সকল শিক্ষকের প্রতি বিনম্র শ্রদ্ধা।
আমার জীবনের সাথে জড়িয়ে থাকা সকল শ্রদ্ধেয় শিক্ষকদের শিক্ষক দিবসের শুভেচ্ছা। আপনাদের নেক হায়াত সব সময়ই কামনা করছি আর করবোও ইনশা আল্লাহ।
আপনাদের অসাধারণ দক্ষতা, বিচক্ষণতা, বুদ্ধিবৃত্তিক কাজ, কলাকৌশলের ধরন আর যত্নে গড়ে উঠা আমার এই জীবনের সকল শক্তির মূল ইই আপনাদের দেওয়া আদর্শ।
যদি না আপনাদের সঠিক আদর্শ আমাকে শিখাতেন, হয়তো অন্যান্যদের মতোই অনেক আগে ঝরে পড়ে যেতাম।
আপনাদের দেওয়া শক্তি যেনো আজীবন বহন করতে পারি এর জন্য দোয়া করবেন।
আপনাদের প্রতি শুধু শিক্ষক দিবসে নয়, জীবনের প্রতিটি অধ্যায়ে, মূহুর্তে, সারা বছর দোয়া, ভালোবাসা, শ্রদ্ধা অটুট থাকবে ইনশা আল্লাহ।আল্লাহ আপনাদের সহায় হোন উপরোক্ত কথা গুলো এক শুভেচ্ছা বক্তব্যে বলেছেন সাংবাদিক শাহরিয়ার শাকিল।
তিনি আরও বলেছেন, শিক্ষক, এমন একজন ব্যক্তি যে জ্ঞানের আলোকে আমাদের জীবনের পথ প্রদর্শন করে। শিক্ষকের প্রশিক্ষণ, সর্বোত্তম শিক্ষা পদ্ধতি ও শিক্ষার্থীদের উন্নতি সাধারণভাবে একটি সমাজের উন্নতির পেশাদার অংশ। এই মহান পেশার মাধ্যমে শিক্ষকরা আমাদের ভবিষ্যৎ নির্মাণ করে তুলে ধরে। একজন শিক্ষার্থীর জন্য সত্য পাঠ্যপুস্তকই তার শিক্ষক।“তিনজনই পারেন একটি দেশ বা জাতিকে বদলাতে। তাঁরা হলেন, বাবা, মা ও শিক্ষক।এই শিক্ষক দিবসে আমার জীবনে আসা প্রত্যেক মানুষ গড়ার কারিগর সেই মহান শিক্ষক -শিক্ষিকাবৃন্দকে আমার অন্তরের অন্তস্থল থেকে জানাই অশেষ ভালোবাসা। আল্লাহ আমার সম্মানিত গুরুজনদের সুস্থ রাখুক ও নেক হায়াত দান করুক এমনটি প্রত্যাশা।
Design & Developed BY: ServerSold.com
https://writingbachelorthesis.com
Leave a Reply