মনজুরুল ইসলাম স্টাফ রিপোর্টারঃ
নাটোরের বাগাতিপাড়া ফাগুয়াড়দিয়াড় উচ্চ বিদ্যালয় চার তলা ভিত বিশিষ্ট একাডেমী দুই টি নতুন ভবনের ২ কোটি দুই লাখ টাকা ব্যয়ে উদ্বোধন ও অভিভাবক সমাবেশ প্রধান অতিথির বক্তব্যে রাখেন নাটোর-১ লালপুর-বাগাতিপাড়া আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল।
অজ রবিবার দুপুরে ফাগুয়াড়দিয়াড় স্কুলের আয়োজনে স্কুল প্রাঙ্গনে এই অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। অভিভাবক সমাবেশ স্কুল কমিটির সভাপতি আলী আসলাম খান এর সভাপতিত্বে ও স্কুলের প্রধান শিক্ষক সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাগাতিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি নূরুল ইসলাম ঠান্টু সহ উপজেলা আওয়ামী লীগ, ইউনিয়ন আওয়ামী লীগ নেতাকর্মী, অভিভাবক, ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।