কাপাসিয়া গাজীপুর প্রতিনিধিঃ
গাজীপুরের কাপাসিয়ায় মাদক সেবনের দায়ে ২ জনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১২ অক্টোবর ) বিকেল ৫টার দিকে উপজেলার সদর ইউনিয়নের জামিরাচর পল্লী বিদ্যুত এলাকায় সহকারী কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত নূর মৌসুমীর নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয় । এ সময় উপস্থিত ছিলেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মো. তাজউদ্দীন ।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর ইউনিয়নের জামিড়ারচর পল্লী বিদ্যুত এলাকায় অভিযান চালায়। এ-সময় মাদক সেবনকালে হাতেনাতে দুই মাদকসেবিকে আটক করে তাৎক্ষণিকভাবে একজনকে ১০ দিন অপরজনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২শ’ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
দণ্ডিতরা হলো- কাপাসিয়া সদর ইউনিয়নের জামিড়াচর এলাকায় বসবাস নজরুল ইসলাম (৩৫) সবুজ মিয়া (২৫)।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক সহকারী কমিশনার (ভূমি) রিফাত নূর মৌসুমী বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(৫) ধারায় দুইজনের একজনকে ১০ দিনের অপরজনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। অপরাধীদের নিকট থেকে জব্দকৃত গাঁজা ধ্বংস করা হয়।
মাদকমুক্ত সমাজ গঠনে চলমান এই অভিযান অব্যাহত থাকবে।
Design & Developed BY: ServerSold.com
https://writingbachelorthesis.com
Leave a Reply