কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধিঃ এসএম মাসুদ
গাজীপুরের কাপাসিয়ায় নবাগত ওসি মো. আবুবকর মিয়া’র সঙ্গে উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
১৭ অক্টোবর মঙ্গলবার সকাল ১১টায় থানা মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি সঞ্জীব কুমার দাস, সহসভাপতি সাইফুল ইসলাম শাহীন, সাংবাদিক নুরুল আমিন শিকদার,প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন শামীম, সাংবাদিক শাকিল হাসান প্রমুখ। সভায় ইভটিজিং, কিশোর গ্যাং, মাদক, জাতীয় সংসদ নির্বাচন, শারদীয় দূর্গাপূজা, যানজট ও গরু চুরির সহ বিভিন্ন বিষয় আলোচনা হয়।
অনুষ্ঠিত মতবিনিময় সভায় নবাগত ওসি আবুবকর মিয়া সাংবাদিকদের সঙ্গে সামগ্রিক বিষয় নিয়ে আলোচনা করেন। তিনি বলেন সাংবাদিকরা সমাজের দর্পণ। পুলিশ ও সাংবাদিক কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলে সমাজ থেকে মাদক, সন্ত্রাস, নারী নির্যাতন, ধর্ষণ, বাল্যবিবাহ ও ভূমিদস্যুসহ নানা অপরাধ কমে যাবে। সমাজে অপরাধমূলক কর্মকাণ্ড নির্মূলে সাংবাদিকদের তথ্য প্রদানের আহ্বান জানান। অপরাধ মুক্ত একটি মডেল উপজেলায় পরিণত করতে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন-পুলিশ পরিদর্শক তদন্ত এস এম আজিজুর রহমান, এস আই সামসুল হক সুমন,সাংবাদিক আকরাম হোসেন রিপন, সাংবাদিক তপন চন্দ্র, সাংবাদিক আকরাম হোসাইন হিরন, সাংবাদিক সাইদুল ইসলাম রনি, সাংবাদিক এসএম মাসুদ, তৌহিদুল ইসলাম মিন্টুসহ উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
Design & Developed BY: ServerSold.com
https://writingbachelorthesis.com
Leave a Reply