কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধিঃ এসএম মাসুদ
গাজীপুরের কাপাসিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। ২৪ অক্টোবর মঙ্গলবার দুপুরে উপজেলার দস্যু নারায়নপুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আনোয়ার হোসেন (৪৫) দিনাজপুরের চিরিবন্দর থানার নইখর গ্রামের পিতা মৃত মহিউদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানান, সহযোগীদের নিয়ে দস্যু নারায়নপুর বাজার সংলগ্ন বিদ্যুতের খুটিতে কাজ করছিলেন আনোয়ার। এসময় একটি লোহার পাইপের মাথা ওপরে উঠে গিয়ে বিদ্যুৎ সঞ্চালন তারে লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন আনোয়ার। পরে আহত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আনোয়ার হোসেনকে মৃত ঘোষণা করেন।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুবকর মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। কোন অভিযোগ না থাকায় স্বজনের আহাজারিতে উর্ধতন কতৃপক্ষের অনুমতিক্রমে মরদেহটি বিনা ময়নাতদন্তে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা রুজু হয়।
Design & Developed BY: ServerSold.com
https://writingbachelorthesis.com
Leave a Reply