কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধিঃ এসএম মাসুদ
নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে অনুমোদন ছাড়াই খাদ্যপণ্য প্রস্তুত করার অপরাধে গাজীপুরের কাপাসিয়ায় একটি বেকারি মালিক কে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
গত সোমবার (২৩ অক্টোবর ) দুপুরে উপজেলার সূর্য নারায়নপুর গ্রামে মোজাম্মেল বেকারিতে এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম গোলাম মোর্শেদ খাঁন। অভিযানে সহযোগিতা করেন থানা পুলিশ ও আনসার সদস্যরা।
এ-বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট এ কে এম গোলাম মোর্শেদ খাঁন দৈনিক জবাবদিহি কে জানান,নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য তৈরি, উৎপাদিত বিস্কুট তৈরিতে পঁচা, খাদ্য সামগ্রী ও কেক তৈরিতে খাবার অযোগ্য রং ব্যবহার করার অপরাধে মোজাম্মেল বেকারির মালিক কে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫৩ ধারায় ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
এ-সময় কারখানায় মানসম্মত পরিবেশে খাদ্য দ্রব্য উৎপাদন, সকল কর্মচারীকে নির্ধারিত পোশাক পরে কাজ করার নির্দেশনা দেয়া হয় এবং ভবিষ্যতে দ্বিতীয়বার এ ধরনের অপরাধের সাথে সম্পৃক্ততা পাওয়া গেলে কারখানা বন্ধ করে দেওয়া হবে বলেও সতর্ক করা হয়।
Design & Developed BY: ServerSold.com
https://writingbachelorthesis.com
Leave a Reply