মোঃ মামুন হোসাইন।পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ
মালিকের আদেশ অমান্য করিয়া,
তাঁহার করুণায় নাড়াই হাত।
শপথের কথা গিয়াছি ভুলিয়া,
তবুও মালিক মিলায় ভাত।।
সুখের আশায় সবাই পেরেশানি,
কালি শুকায় কালির দোয়াতে।
শিখতে হইবে জানার জন্য,
সুখ নিহীত ইবাদত বন্দেগিতে।।
মান্যতা আজ ভিন্ন গলিতে,
বক্ষ উদাম নগ্নভাবে নগ্নতায়।
ক্ষমতার লোভে মাতাল সবে,
সবাই প্রদর্শন করে উগ্রতায়।।
অবৈধ টাকার দাপট বেশি,
মন্দ কাজে ঝড়ায় ঘাম।
ফঁন্দিবাজ আর চাটুকারের চাপে,
সময় শেষে জুটে বদনাম।।
ভালো কথায় মুখটি কালো,
ক্ষোভে মুখ দেখেনা আর্শিতে।
ঘোলা জলে মাছ মারিবে,
টোপ ছাড়া কলের বড়শিতে।।
মানুষ যখন বিবেক হারায়,
তখন বোমার থেকেও ভয়ংকর।
সমাজ সংসার হচ্ছে জবাই,
কারণ, পকেট বোঝাই অহংকার।।
Design & Developed BY: ServerSold.com
https://writingbachelorthesis.com
Leave a Reply