এ হামিদ সরকার,নীলফামারী।
নীলফামারীতে ধর্ষণের দায়ে মোতালেব হোসেন (৩৩) নামে এক ব্যাক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২।
গতকাল (৩১ সেপ্টে/২৩) দুপুরে আদালতের বিচারক এ,বি,এম গোলাম রসুল এ আদেশ দেন। দণ্ডিত মোতালেব ডিমলা উপজেলার উত্তর সোনাখুলি মিলন পাড়া গ্রামের সিদ্দিক আলীর ছেলে।
মামলা সূত্রে জানা যায়, ‘২০১৬ সালের ২৩ মে ডিমলা উপজেলার উত্তর সোনাখুলি মিলন পাড়া গ্রামের দশম শ্রেণীর ছাত্রীকে তার বাড়িতে পিতা-মাতার অনুপস্থিতিতে জোরপূর্বক তুলে নিয়ে গিয়ে তার বাড়ীতে ধর্ষণ করে মোতালেব। এসময় ওই ছাত্রী চিৎকার করার চেষ্টা করলে ভয়ভীতি দেখিয়ে একাধিকবার ধর্ষণ করে। পরে ওই ছাত্রীর মা-বাবা অনেক খোঁজাখুঁজির পর মেয়ের দেখা পাওয়া না পেয়ে থানায় মামলা দায়ের করে। মামলা নং-৩৮৪/২০১৬। পরবর্তীতে থানা পুলিশ মোতালেবের বাড়ি থেকে ওই ছাত্রীকে উদ্ধার করে।’
মামলার তদন্ত শেষে ডিমলা থানার উপ-পরিদর্শক (এস আই) এম.আর সাঈদ আদালতে অভিযোগ পত্র দাখিল করে। সাক্ষ্য প্রমাণ শেষে বিজ্ঞ আদালত আসামি মোতালেবকে যাবজ্জীবন কারাদ ও ৫০ হাজার টাকা জরিমানা করে।
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-০২ এর বিশেষ পিপি (ভারপ্রাপ্ত) মোঃ আবুল কালাম আজাদ বলেন ,’সাক্ষ্য প্রমাণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামী মোতালেব কে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন অত্র আদালত।।
Design & Developed BY: ServerSold.com
https://writingbachelorthesis.com
Leave a Reply