এ হামিদ সরকার (নীলফামারী)
নীলফামারীর ডিমলা উপজেলার টুনিরহাটে মোঃ ফজির উদ্দিন নামে এক সার ব্যবসায়ীর দোকান থেকে ৩১০ বস্তুা নকল ডলোমাইট পাউডার জব্দ করা হয়।
গতকাল বুধবার(১ নভে/২৩ ) উপজেলা কৃষি বিভাগ এবং স্থানীয় প্রশাসনের সহযোগিতা নিয়ে এই পরিদর্শন কার্যক্রম চালানো হয়। এ সময় একটি সারের দোকান থেকে ৩১০ বস্তা ভেজাল সার (ডলোমাইট পাউডার) জব্দ করে প্রতিনিধি দলটি।
বৃহস্পতিবার(২ নভে/২৩ ) সকালে ডিমলা উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ফারজানা আক্তার ও উপজেলা কৃষি কর্মকর্তা সেকেন্দার আলী সহ জব্দকৃত সার ধ্বংস করেন।
এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা সেকেন্দার আলী বলেন,টুনিরহাট বাজার থেকে ৩১০ বস্তা ডলোমাইট পাউডার নীতিমালা ভঙ্গ করে বিক্রি করে।এই সংবাদের ভিত্তিতে সন্দেহ জনক ভাবে ৩১০ বস্তুা সার জব্দ করা হয়,পরে নমুনা পরিক্ষা গারে পাঠানো হয়।পরবর্তী তে পোডাক্টটি ভেজালে পরিণত হয়।আমাদের এই ধরনের অভিযান অভ্যাহত থাকবে।।
Design & Developed BY: ServerSold.com
https://writingbachelorthesis.com
Leave a Reply