মনজুরুল ইসলাম স্টাফ রিপোর্টারঃ
নাটোরের লালপুরের আব্দুলপুর রেলওয়ে জংশন পয়েন্টে মালগাড়ী ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। আজ বুধবার দুপুরে পার্বতীপুর থেকে ঢাকাগামী মালবাহী ট্রেনটির তিনটি বগি লাইনচ্যুত হয়। এ ঘটনার পর দিনাজপুর থেকে নাটোর হয়ে ঢাকা ও খুলনাগামী ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে রাজশাহী থেকে ঢাকা ও খুলনা অন্যান্য ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
আব্দুলপুর জংসনের স্টেশন মাস্টার জিয়া উদ্দিন জানান, পার্বতীপুর থেকে মালবাহী একটি ট্রেন বেলা পৌনে একটার দিকে আব্দুলপুর জংসনে সিগনাল পায়। এরপরই জংসনের পয়েন্টের কাছে পৌঁছালে পিছনের একটি বগি লাইনচ্যুত হয়ে উল্টে যায় পরে আরো দুইটি বগি লাইনচ্যুত হয়। খবর পেয়ে রেলওয়ে পুলিশ ও কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছেছে। কিভাবে ঘটনাটি ঘটেছে তা এখনো জানা যায়নি। ঈশ্বরদী রেলওয়ে জংসনে খবর দেওয়া হয়েছে তারা ঘটনাস্থলে পৌঁছে বগি তিনটি লাইনে তোলার কাজ করবেন। লাইনচ্যুত হওয়া ট্রেনটি তিনটি বগি রেখে ঢাকায় পাঠানে হয়।
Design & Developed BY: ServerSold.com
https://writingbachelorthesis.com
Leave a Reply