মোঃ মিরাজুল শেখ,জেলা প্রতিনিধি বাগেরহাটঃ
বাগেরহাটের ফকিরহাটে কুমিল্লা থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী পরিবহনের তল্লাশি করে ১৪ কেজি গাঁজা সহ দুজন মাদক কারবারিকে আটক করে জেলা ডিবি পুলিশ। মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকাল সাতটার দিকে ঢাকা খুলনা মহাসড়কের বাগেরহাট অংশের কাটাখালী নামক স্থানে অভিযান চালায় পুলিশ।
অভিযান পরিচালনাকারী বাগেরহাট জেলা ডিবি পুলিশের ইন্সপেক্টর স্বপন রায় এ তথ্য নিশ্চিত করেছেন।
আটক কৃতরা হলো বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার মোঃ কাউসার হাওলাদার এর স্ত্রী,মোছাঃ ফাতেমা বেগম (৫০) এবং মোঃ রুস্তম আলীর ছেলে মোহাম্মদ ইমন হোসেন রাজু।
বাগেরহাট জেলা ডিবি পুলিশের ইন্সপেক্টর স্বপন রায় জানান, গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা থেকে ছেড়ে আসা একটি পরিবহন তল্লাশি করে এদের আটক করা হয়। আটকতৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়া ধিন বলেও জানান এ কর্মকর্তা।
Design & Developed BY: ServerSold.com
https://writingbachelorthesis.com
Leave a Reply