কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি: এসএম মাসুদ
গাজীপুরের কাপাসিয়া উপজেলায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালন করা হয়েছে৷
শনিবার ১৬ ডিসেম্বর সূর্য উদয়ের সাথে সাথে উপজেলা পরিষদের বালুর মাঠে একত্রিশ বার তোপধ্বনি, স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করেন সিমিন হোসেন রিমি এমপির পক্ষে উপজেলা আওয়ামী লীগ , উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, পুলিশ প্রশাসন,উপজেলা ক্রীড়া সংস্থা, উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, প্রাথমিক শিক্ষক সমিতি, কাপাসিয়ার ডিগ্রী কলেজ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সাব রেজিষ্টার, কাপাসিয়া প্রেসক্লাব, স্কাউট,জাতীয় মহিলা সংস্থা, কাপাসিয়া বাজার ব্যবসায়ী সমিতি, গাজীপুর আন্ত:জেলা পরিবহন শ্রমিক ইউনিয়ন,স্বেচ্ছাসেবক লীগ,ছাত্রলীগ,পল্লী বিদ্যুৎ সমিতি সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ শ্রদ্ধা নিবেদন করেন।
কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে জাতীয় পতাকা উত্তোলন,কুচকাওয়াজ ও ডিসপ্লে, পুরস্কার বিতরণ করা হয়।কাপাসিয়া প্রেস ক্লাবের উদ্যোগে মহান মুক্তিযুদ্ধে গৌরবোজ্জ্বল কাপাসিয়া শীর্ষক সংবাদ, সামগ্রী ও ’উৎসব’ নামক দেয়াল পত্রিকা প্রকাশ করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলী সিদ্দিকীর সভাপতিত্বে উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনা সভায় প্রধান অতিথ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আমানত হোসেন খান, ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, উপজেলা আওয়ামীলীগ সভাপতি মাজহারুল ইসলাম সেলিম, সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রধান, মহিলা ভাইস চেয়ারম্যান রওশন আরা সরকার, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বজলুর রশিদ মোল্লা প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত নূর মৌসুমী, থানা অফিসার ইনচার্জ মোঃ আবু বকর মিয়া,মৎস্য কর্মকর্তা মোঃ আশরাফুল্লাহ,প্রাণিসম্পদ কর্মকর্তা দেওয়ান কামরুজ্জামান জামি, প্রকৌশলী মাইন উদ্দিন,কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সৈয়দ শাকিল আহমেদ, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুস সালাম,শিক্ষা অফিসার রমিতা ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ কোহিনুর রহমান,বিআরডিবি কর্মকর্তা দিলারা আক্তার মনি, সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক শিক্ষার্থী বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
অপরদিকে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কাপাসিয়া আয়োজনে স্মৃতিসৌধে ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তর্বক অর্পণ শেষে কাপাসিয়া স্বেচ্ছাসেবী ফোরামের সার্বিক সহযোগিতায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে বিনামূল্যে মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধাদের পরিবার সহ সাধারণ মানুষের জন্য বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, ওজন মাপা, প্রেসার ও ডায়াবেটিস পরীক্ষা এবং স্বেচ্ছায় রক্তদাতা তথ্য সংগ্রহ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বজলুর রশিদ মোল্লা।
Design & Developed BY: ServerSold.com
https://writingbachelorthesis.com
Leave a Reply