স্টাফ রিপোর্টার
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের বন্দর থানার অভিযানে অভ্যাসগত চোরাই মালামাল ক্রয় বিক্রয় চক্রের ০৪ সক্রিয় সদস্য চোরাই মালামালসহ গ্রেপ্তার ৷
১৭ডিসেম্বর রাত সারে ৮টায়,বন্দর থানাধীন দক্ষিণ মধ্যম হালিশহর হতে ৪সক্রিয় সদস্য চোরাই মালামালসহ আটক করে।
আটককৃতরা হলেন ১। মোঃ হাবিবুর রহমান প্রকাশ হাবিব (২৬) ২। মোঃ সাইফুল হাওলাদার (২৪) ৩। মোঃ সাকিব হাওলাদার (২৫) ৪। ইমন ধর (৩০) ৷
সিএমপি সূত্রে জানা যায়,সিএমপি বন্দর বিভাগের উপ-পুলিশ কমিশনার শাকিলা সোলতানা সার্বিক নির্দেশনায়,অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (বন্দর) শেখ শরিফুজ্জামান ও সহকারী পুলিশ (বন্দর জোন) মাহমুদুল হাসানের তত্ত্বাবধানে,বন্দর থানার অফিসার ইনচার্জ মোঃ মনজুর কাদের মজুমদার এর নেতৃত্বে এসআই মোঃ ফয়সাল সরোয়ার ও সংগীয় অফিসার ও ফোর্স সহ পরিচালিত বিশেষ অভিযানে বন্দর থানাধীন দক্ষিণ মধ্যম হালিশহর,কমিশনার গলি, ওয়াশিল চৌধুরীপাড়া, মান্নান চৌধুরীর বিল্ডিং, ২য় তলা, রুম নং-০২ এর অভ্যন্তরে থেকে অভ্যাসগত চোরাই মালামাল ক্রয় বিক্রয়কারী চক্রের সক্রিয় সদস্যদের মালামালসহ আটক করা হয়৷
আটককৃতদের বন্দর থানাধীন দক্ষিণ মধ্যম হালিশহর, কমিশনার গলি,ওয়াশিল চৌধুরীপাড়া, মান্নান চৌধুরীর বিল্ডিং,২য় তলা,রুম নং-০২ এর অভ্যন্তরে হতে তল্লাশীকালে ০১নং অভিযুক্ত মোঃ হাবিবুর রহমান প্রকাশ হাবিব (২৬) এর দখলে থাকা ০১টি ব্যাগের ভিতরে রক্ষিত লাল রংয়ের কাপড়ের ছোট থলির মধ্যে ক) ০২টি স্বর্ণের চুড়ি, ওজন ১ ভরি ১৩ আনা ২ রতি ৮ পয়েন্ট, খ) ০২ জোড়া স্বর্ণের কানের দুল, ওজন ৪ আনা ৪ রতি ৭ পয়েন্ট, গ) ০৫টি স্বর্ণের বেবি আংটি, ওজন ৪ আনা ৩ রতি ৭ পয়েন্ট, ঘ) ০১ জোড়া কান টানা স্বর্ণের চেইন, ওজন ৪ আনা ১ রতি ৮ পয়েন্ট মোট ওজন-২ ভরি ১১ আনা ১ রতি ১ পয়েন্ট, মূল্য অনুমান-১,৯০,০০০/-টাকা(যাহা নিকটবর্তী অভিমূন্য গোল্ড ফ্যাশন নামীয় স্বর্ণের দোকানদার কর্তৃক যাচাইকৃত ও ওজন পরিমাপকৃত) ও ঙ) বিভিন্ন নোটের নগদ ৩৯,২০০/-টাকা,চোরাই মালামালসহ উদ্ধারপূর্বক তাদেরকে আটক করা হয়। এই সময় তারা চোরাই মালামাল ক্রয় বিক্রয়ের কথা স্বীকার করে এবং তাদের প্রদত্ত তথ্য মোতাবেক ০১-০৩নং অভিযুক্তকে সাথে নিয়া অভিযান পরিচালনা করে ০৪নং অভিযুক্ত ইমন ধর’কে গ্রেফতার করা হয় এবং তার দেখানো মতে তার দোকান হতে ১৭.১১ ক্যারেটের ০৪ ভরি ৩ আনা ০৫ রতি (৪৯.৩৬ গ্রাম) গলিত স্বর্ণের টুকরা, যার মূল্য অনুমান ২,৮০,০০০/- (দুই লক্ষ আশি হাজার) টাকা উদ্ধার করা হয় ৷
উক্ত অভিযুক্তরা অভ্যাসগত ভাবে চোরাই মালামাল ক্রয় বিক্রয় চক্রের সক্রিয় সদস্য ৷ এই সংক্রান্তে বন্দর থানায় নিয়মিত মামলার রুজু করে,আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে ৷
Design & Developed BY: ServerSold.com
https://writingbachelorthesis.com
Leave a Reply