কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি:
নতুন মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর গাজীপুর -৪ আসনের টানা চতুর্থবারের সংসদ সদস্য বঙ্গতাজ কন্যা সিমিন হোসেন রিমি তার নির্বাচনী এলাকা কাপাসিয়া উপজেলার আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, জনসাধারণের সঙ্গে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন।
তিনি গতকাল ঢাকার নিজ বাসভবনে নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, তরুণ সমাজকে সঠিকভাবে দায়িত্ব পালন এবং শৃঙ্খলা বজায় রেখে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। এর আগে উপজেলা নেতাকর্মীরা নবনির্বাচিত প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান।
এ-সময় উপস্থিত ছিলেন, বঙ্গতাজ কন্যা সিমিন হোসেন রিমি’র স্বামী মোস্তাক হোসেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রেজাউর লস্কর মিঠু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাজহারুল ইসলাম সেলিম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রধান, উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, মহিলা ভাইস চেয়ারম্যান রওশন আরা সরকার,
যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব উদ্দিন সেলিম,উপজেলা আওয়ামী লীগের প্রচার প্রকাশনা সম্পাদক ইমান উল্লাহ শেখ ইমু,সদর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মোশাররফ হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহমুদুল হাসান মামুন প্রমুখ।
মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী বলেন,আমার উপরে মন্ত্রণালয়ের যে দায়িত্ব অর্পিত হয়েছে তা আমি সঠিকভাবে পালন করবো ইনশাআল্লাহ। আপনারা নেতাকর্মীর উপর যে দায়িত্ব অর্পিত তা সঠিকভাবে পালন এবং শৃঙ্খলা বজায় রাখার আহবান জানান। কাপাসিয়া উপজেলাকে একটি মডেল উপজেলা করতে আপনাদের সার্বিক সহযোগিতা প্রয়োজন। তাহলেই একটি মডেল উপজেলা গঠন করতে সক্ষম হবো।
Design & Developed BY: ServerSold.com
https://writingbachelorthesis.com
Leave a Reply