স্টাফ রিপোর্টার
পটুয়াখালীতে জমি বিরোধের জেরে বড় ভাই-ভাবিকে কুপিয়ে ও পিটিয়ে গুরতর জখম করার অভিযোগ উঠেছে ছোট দুই ভাই ও ভাইয়ের ছেলেদের বিরুদ্ধে।পটুয়াখালী সদর উপজেলার ছোটবিঘাই ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে বৃহস্পতিবার রাত আনুমানিক ৯ টার সময় এ ঘটনা ঘটে।এ ঘটনায় আহতরা হলেন নুর মোহাম্মদ শিকদার (৬৫) ও তার স্ত্রী মোসাঃ লালবরু বেগম (৬০)এ ব্যাপারে আহত নুরমোহাম্মাদ শিকদার বলেন, ‘আমার সাব কবলা করা
জমিতে ভেকু দিয়ে জোর করে মাটি কাটে আমি বাধা দিলে আমার ভাই ও তাদের ছেলেসহ একাধিক ভাড়াটিয়া সন্ত্রাস বাহিনী আমাকে ও আমার স্ত্রীর উপর দেশীয় দাও লাঠি দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করে এসময় আমাদের ডাক চিৎকার শুনে এলাকাবাসী আমাদের উদ্ধার করে পটুয়াখালী মেডিকাল কলেজ হাসপাতালে ভর্তি করেন তিনি আরো বলেন আমার ছোট ভাই রুহুল আমিন কে ছোট থেকে কোলে পিঠে করে লেখা পরা শিখিয়ে বড় করেছি সে কি ভাবে আমাকে অমানুষিক ভাবে কোপালো, নুরমোহাম্মাদ শিকদারের স্ত্রী বলেন আমার স্বামী মাটি কাটতে নিষেধ করেন। এ নিয়ে তখন বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে আমার স্বামীকে দাও দিয়ে কুপিয়ে জখম করেন আমার দেবরের ছেলে হাসান ও ছাইদুল। এ সময় আমি ঠেকাতে গেলে আমার দুই দেবর রুহুল আমিন ও নুরুজামাল শিকদার আমাকেও পিটিয়ে আহত করে।আশপাশের লোকজন এসে আমাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। আমার স্বামীর সরিলের বিভিন্ন জাগায় গুরুতর জখম হয়।
এ বিষয়ে বক্তব্য নিতে রুহুল আমিনের মোবাইলে যোগাযোগের চেষ্টা করে মোবাইল বন্ধ থাকায় বক্তব্য নেয়া যায়নি।এ ব্যাপারে স্থানীয়রা,জানান নুরমোহাম্মাদ শিকদার ও তার ভাইদের সাথে ‘জমি নিয়ে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছিল বৃহস্পতিবার রাতে নুরমোহাম্মাদ শিকদার ও তার স্ত্রীকে কুপিয়ে জখম করে রুহুল আমিন তার ভাইয়ের দুই ছেলে এ নিয়ে কয়েক ধাপে সালিশ-বৈঠকও অনুষ্ঠিত হয়েছে, কিন্তু কোনো মীমাংসা করা যায়নি।স্থানীয়রা আরো বলেন। রুহুল আমিন পিরোজপুর জেলাপরিষদে শার্টি লিপিকর (CA) পদে চাকরী করেন তিনি চাকরির সুবাদে অবৈধ টাকা কামিয়ে বরিশালবিভাগে নামে বেনাম একাধিক জমি ক্রয় করেছেন। পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্য মোঃ জসিম বলেন ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি তদন্তপূর্বক আইনি ব্যবস্থা নেয়া হবে।
Design & Developed BY: ServerSold.com
https://writingbachelorthesis.com
Leave a Reply