এ হামিদ সরকার, নীলফামারী
নীলফামারী জেলার ডিমলা উপজেলায় ঠান্ডার যে অবস্থা তাতে জনসাধারণের জীবন যাপন অত্যান্ত কষ্ট করে হয়ে দাঁড়িয়েছে।এসময়ে পথচারী বাসুদেব র ঠান্ডা র কথা জানতে চাইলে তিনি জানান, মুই মোর জিবনত এত ঠান্ডা কোন দিন দ্যাকো নাইহে।এই ঠান্ডার কারণে প্রতিটি মানুষের শরীরে জড়ানো ঠান্ডা নিবারনের মোটা ধরনের জ্যাকেট,শাল চাদর ,বেলেজার , মাথায় মোটা টুপি, গলায় মাফলার,পরনে স্যূট ও পায়ে শীতের জুতা সহ হাত মোজা। তবু ও লোকজন রাস্তায় পাশে দাঁড়িয়ে মুরব্বি,মাঝ বয়সী,সহ অনেক লোক জন আগুন পোহাতে শুরু করেছে। মুরব্বি কালটু চাচা র নিকট জানতে চাইলে তিনি বলেন আমি এ জীবনে এ রকম শীতের গ্ৰাস কখনো দেখিনি বাবা।এসময় বাংলার সূর্য্য পত্রিকার প্রতিনিধি মোঃ আব্দুল হামিদ সরকার,ডিমলা আবহাওয়া অধিদপ্তর অফিসে মুঠোফোনে কথা বলে জানতে পারেন যে আজ আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দেশের ১০ দশমিক ১ ডিগ্ৰী সেলসিয়াস রয়েছে ও আগামী কাল দিনের অবস্থা অপরিবর্তিত থাকতে পারে। এসময়ে পথচারী, জানবাহন সহ দূরপাল্লার যানবাহন চালককে অবশ্যই সাবধানে গাড়ি চালানোর জন্য সতর্কবার্তা দেওয়া হয়েছে।।