ওসমান গনি,গজারিয়া প্রতিনিধিঃ
মুন্সিগঞ্জে গজারিয়া উপজেলায় মোবাইল চুরি করতে গিয়ে হাতে নাতে দুই চোরকে আটক করেছে গ্রামবাসী।
গজারিয়া উপজেলার টেঙ্গারচর ইউনিয়নের উত্তর শাহপুর গ্রামে মোবাইল চুরি করার সময় জনতার হাতে ধরা পারে। পরে উত্তম মাধ্যম দিয়ে দুই চোর কে থানা পুলিশের কাছে হস্তান্তর করে স্থানীয়রা।
আটক কৃতরা হলেন মো ফারুক মিয়া (৪০) পিতা মৃত আশাদ মিজি, আলমগীর (৩০) পিতা জয়নাল আবেদিন দুজনেই টেঙ্গারচর ইউনিয়নের উত্রর শাহপুর গ্রামে বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায় উত্তর শাহপুর গ্রামের কাউছার আলমের ছেলে কলেজ পরুয়া শ্রাবনের মোবাইল চুরি করতে গিয়ে হাতে নাতে ধরা পারে। এরা দুজনেই এলাকার ছেছরা চোর। জনগণের মারধোর কালে এরা ৮টি টিউবয়েল ও অনেক মোবাইল চুরির কথা স্বীকার করে।
গজারিয়া থানা পুলিশ এস আই সুজিত সরকার জানান জনতা হাতে আটক দুজনকে থানায় আনা হয়েছে, কোন আলামত দিতে পারেনি, আইন আনুক ব্যাবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
Design & Developed BY: ServerSold.com
https://writingbachelorthesis.com
Leave a Reply