মোঃ জাকির হোসেন স্টাফ রিপোর্টের
মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার ফুলতলা ইউনিয়নের এলাকা থেকে জুড়ী থানা পুলিশের বিশেষ অভিযানে ৫জন পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার।
শনিবার ২০ জানুয়ারি রাত ২.৪০ ঘটিকার সময়
জুড়ী থানার অফিসার ইনচার্জ এস এম এসএম মাইন উদ্দিনের দিকনির্দেশনায়
জুড়ী থানার এস আই সিরাজুল ইসলাম, নেতৃত্বে এস আই উবায়েদ,এ এস আই ফারুক,এ এস আই গৌতম,এ এস আই বিপ্রেশ সঙ্গীয় ফোর্স সহ জুড়ী থানার ফুলতলা ইউনিয়নের অ্যালবিন টিলাস্থ ধলাই হাওরে অভিযান চালিয়ে নন জি আর নং ২৫১/২৩ এর পরোয়ানাভুক্ত আসামী ১।মিঠুন বুনার্জি(৩৫)পিতা কৃষ্ণ বুনার্জি সাং ধলাই হাওর ০৭ নং ফুলতলা বস্তি থানা জুড়ী
২।অনন্ত বুনার্জি(৪০)পিতা কৃষ্ণ বুনার্জি সাং ঐ
৩।কৃষ্ণ বুনার্জি(৬২)পিতা মৃত সুরেশ বুনার্জি সাং ঐ
৪।প্রতাপ বুনার্জি(৩৮)পিতা মৃত সুরেশ বুনার্জি সাং ঐ
৫।বিজয় বুনার্জি(৩২)পিতা কার্তিক বুনার্জি সাং ঐ দের
এ ব্যাপারে জুড়ী থানার ওসি (তদন্ত) হুমায়ুন কবির বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পরোয়ানাভুক্ত ৫ আসামি কে গ্রেফতার পূর্বক থানায় নিয়ে আসেন।গ্রেফতার কৃত আসামীদের যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে মৌলভীবাজার কোর্টে প্রেরন করা হয়।
Design & Developed BY: ServerSold.com
https://writingbachelorthesis.com
Leave a Reply