কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি: এসএম মাসুদ
গত বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি )গাজীপুরের কাপাসিয়া ডিগ্রি কলেজ মিলনায়তনে এ সংবর্ধনার আয়োজন করা হয়। বিদায় সংবর্ধিত শিক্ষক হলেন,রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক নজরুল ইসলাম সরকার।
শুরুতেই মহাগ্রন্থ আল কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে আরম্ভ হয়ে অবসরপ্রাপ্ত শিক্ষককে কলেজ শিক্ষক পরিষদের পক্ষ থেকে ফুল এবং ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয়।
বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ হুমায়ুন কবিরের সভাপতিত্বে ও কাকশিপের সাধারণ সম্পাদক আনিসুল ইসলামের সঞ্চালনায় উপস্থিত ছিলেন,কলেজ শিক্ষক পরিচালনা পরিষদের সদস্যবৃন্দ,
এ সময় কাপাসিয়া ডিগ্রি কলেজের বিদায়ী শিক্ষকের অবদানের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন ও বিদায়ী শিক্ষক নিজের অনুভূতি ব্যক্ত করেন।
অধ্যক্ষ হুমায়ুন কবির জানান, অবসরপ্রাপ্ত শিক্ষক সহকারী অধ্যাপক নজরুল ইসলাম সরকার ১৯৯৮ সালে কলেজে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে প্রভাষক পদে যোগদান করেন এবং ২০২৪ সালের ০১ ফেব্রুয়ারি চাকুরীর বিধিমোতাবেক অবসরে যান। তিনি দীর্ঘ ২৬ বছর রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে শিক্ষার্থীদের পাঠদান দিয়েছেন।
Design & Developed BY: ServerSold.com
https://writingbachelorthesis.com
Leave a Reply