ওসমান গনি,গজারিয়া প্রতিনিধিঃ
মুন্সিগঞ্জ গজারিয়া উপজেলা প্রতি রাতেই চলছে বিভিন্ন এলাকায় চুরি। ছিঁচকে চোরের উপদ্রবে জনগণ অতিষ্ঠ , সোমবার রাত্রে পুরান বাউশিয়া মাদ্রাসা পারা আব্দুর রব ফরাজী বাড়িতে পঞ্চাশ হাজার টাকা নগদ, দুইটি মোবাইল, স্বর্ণের চেইন , কানের দুল, স্বর্ণের হাতের বালা, চুরি করে নিয়ে গেছেন চোর, এবং ভুক্তভোগী বক্তব্য অনুযায়ী জানা যায় যে সন্ধ্যার সময়, চোর ঘরে প্রবেশ করেছিল রাত্রে একটা সময় প্রসাব করতে যাবে, তখন দেখে আলমারি খোলা, বিশ দিন আগে বাউশিয়া মোহাম্মদ আব্দুল আজহার বাজারে এক রাতে তিন দোকানে চুরি হয়েছিল, ভুক্তভোগী সাইফুল বেপারী জানান, আমাদের বাগানবাড়িতে ঘরের ৭পিস গ্রিল নিয়ে যাই, প্রতিদিন দেখি আমার বাগানবাড়িতে একদল কিশোর বসে থাকে খোঁজখবর নিয়ে জানতে পারলাম তারা বাগানবাড়ি ফাঁকা পেয়ে বিভিন্ন রকমের নেশা করে থাকে, নেশার টাকার জন্য তারা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় চুরি করে থাকে। বাউশিয়া মোহাম্মদ আব্দুল আজহার এর সাবেক অভিভাবক সদস্য মনিরুল ইসলাম লিটন খান জানান আমরা এলাকায় বসে সিদ্ধান্ত নিয়েছি যে কাজ ছাড়া রাত্রে ঘুরাঘুরি করা নিষেধ এবং থানায় যোগাযোগ করেছি তারা প্রতি রাত্রে আমাদের গ্রামের ট্রল দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল ।
Design & Developed BY: ServerSold.com
https://writingbachelorthesis.com
Leave a Reply