স্টাফ রিপোর্টারঃ
র্যাব-৫ সিপিসি-২ নাটোর ক্যাম্প গোয়েন্দা তথ্যের ভিক্তিতে নাটোর জেলার বরাইগ্রাম থানা এলাকায় ও রাজশাহী জেলার বাঘা থানা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৬৭৭ বোতল ফেনসিডিলসহ ০২জন মাদকব্যবসায়ীকে আটক করা হয়।
০৮ ফেব্রুয়ারী (বৃহঃস্পতিবার) সকাল সাড়ে সাতটার দিকে গোপন সংবাদ এর ভিক্তিতে নাটোর জেলার বরাইগ্রাম থানাধীন কয়েন বাজার এলাকায় চেক পোস্ট পরিচালনা করে দুজন ব্যক্তিকে আটক করা হয়।
আটককৃত আসামিরা হলেন,
১।মোঃ আলম হোসেন (৪৫) পিতা মৃত রিয়াজ উদ্দিন মন্ডল,
২। মোঃ মিঠুন আলী (৩০) পিতা মোঃ লুতফুর রহমান, সাং আলাইপুর, উভয় থানা বাঘা জেলা রাজশাহী।
এসময় তাদের কাছ হতে
১০০ বোতল ফেনসিডিল, ০২টি মোবাইল, সিম কার্ড ০৪ টি ও মোটরসাইকেল একটিসহ তাদের আটক করা হয় ও প্রাথমিক জিজ্ঞাসায় রাজশাহী জেলার বাঘা থানা এলাকায় ধৃত আসামি মোঃ মিঠুন এর বসতবাড়ির শয়নকক্ষ থেকে ৫৭৭ বোতল ফেনসিডিলসহ তাদের আটক করেছে র্যাব।
র্যাব জানায় প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে,
তারা জব্দকৃত আলামত ফেনসিডিল অবৈধ ভাবে সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে নিজেদের হেফাজতে স্বীকার করেছে সাক্ষিদের সম্মুখে।
গ্রেফতারকৃত ব্যক্তিদয় পেশাদার মাদকব্যবসায়ী, তারা দীর্ঘদিন যাবত আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে মাদকদ্রব্য ফেনসিডিল ক্রয় বিক্রয় করে আসছে বলে স্বীকার করেছে।
উপরোক্ত ঘটনায় নাটোর জেলার বরাইগ্রাম থানায় আটককৃত আসামিদের বিরুদ্ধে মামলার রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন।
র্যাব-৫-সিপিসি-২ কে তথ্য দিন – মাদক , অস্ত্রধারী ও জঙ্গিমুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।
Leave a Reply