সৈয়দ মুনিরুল হক নোবেল :
জামালপুর সদর সাব-রেজিষ্ট্রারের কার্যালয়ে কর্মরত নকলনবিশগণের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে অভ্যন্তরীণ প্রশিক্ষণ কর্মশালা-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে জামালপুর সদর সাব-রেজিষ্ট্রারের কার্যালয়ের আয়োজনে জামালপুর রেজিষ্ট্রেশন কমপ্লেক্সের তৃতীয় তলায় বুধবার সকালে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালাটি উদ্বোধন করাসহ প্রশিক্ষণ প্রদান করেন, জামালপুর জেলা রেজিষ্ট্রার মোঃ জহুরুল ইসলাম। অনুষ্ঠানটির সার্বিক তত্বাবধান করাসহ সঞ্চালনা ও প্রশিক্ষণ প্রদান করেন, জামালপুর সদর সাব-রেজিষ্ট্রার শাহাজাহান আলী পিএএ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ প্রদান করেন, ইসলামপুর উপজেলা সাব-রেজিষ্ট্রার আয়েশা সিদ্দিকা। এসময় প্রজেক্টরের মাধ্যমে রেজিষ্ট্রেশনের যাবতীয় গুরুত্বপূর্ণ তথ্য নির্ভর বিশদ দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ হাতে কলমে গ্রহণ করেন জামালপুর সদর সাব-রেজিষ্ট্রারের কার্যালয়ে কর্মরত ৭৯ জন নকলনবিশ।
Leave a Reply