কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি : এসএম মাসুদ
গাজীপুরের কাপাসিয়া উপজেলার ঐতিহ্যবাহী নাশেরা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন স্থানীয় নাশেরা গ্রামের কৃতি সন্তান রিম গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর শিক্ষানুরাগী ওবাদুল হক সরকার লিমন।
গতকাল মঙ্গলবার বিকেলে নাশেরা উচ্চ বিদ্যালয়ে প্রিজাইডিং অফিসার ও উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মো জাহাঙ্গীর আলম চৌধুরী সভাপতিত্বে সভায় সর্ব সম্মতিতে সভাপতি নির্বাচিত করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন নির্বাচিত অভিভাবক সদস্য ইকবাল হোসেন, জসিম উদ্দিন, ফারুক, মো.হাবিবুর রহমান, সংরক্ষিত মহিলা সদস্য স্মৃতি, শিক্ষক প্রতিনিধি মো.বাসির উদ্দিন, মো. মুশফিকুর রহমান, দিলরুবা এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক জোতিষ চন্দ্র দেবনাথ । পরে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সাবেক সভাপতি আশরাফুল আলম আকিব, সাবেক ব্যাংক কমকর্তা মজিবুর রহমান হিরন,সৈয়দ খালিদ হাসান মাসুম,শিবলু আলম সোহেল, কবির হোসেন সরকার, সাংবাদিক নূরুল আমীন সিকদার প্রমুখ।
উল্লেখ্য গত ১০ ফেব্রুয়ারী এ বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সাবেক সভাপতি কামরুজ্জামান সোহেল প্যানেল পরাজিত হন এবং লিমন সরকার প্যানেল বিপুল ভোটে বিজয়ী হয়। এলাকাবাসী পরিবর্তনের পক্ষে কাজ করেছে। লিমন সরকার গ্রুপ বিজয়ী হওয়াতে এলাকায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ হয়েছে।
Leave a Reply