মোঃ নিজাম উদ্দিন সিলেট থেকে:
সিলেটের জৈন্তাপুরে অবৈধভাবে ড্রেজার মেশিন বসিয়ে নদীর তলদেশ খনন করে অবৈধ পন্থায় বালু উত্তোলনের অভিযোগে ট্রাস্কফোর্সের অভিযান পরিচালনা করা হয়েছে।
গত১৪ ফেব্রুয়ারী বিকেল ৩টায় ২নং জৈন্তাপুর ইউনিয়নের বাওন হাওড় এলাকার সারী নদীতে এই অভিযান পরিচালনা করা হয়।জৈন্তাপুর
উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্যাট ফাতেমা তুজ জোহরা সানিয়া’র নেতৃত্বে অভিযান চলাকালীন সময়
এসময় উপস্থিত ছিলেন উপ সহকারী জৈন্তাপুর ইউনিয়ন ভুমি কর্মকর্তা আব্দুল খালিক, জৈন্তাপুর মডেল থানার উপ-পরিদর্শক আবদুল লতিব সহ
সঙ্গীয় পুলিশ ফোর্স। এসময়
বালু উত্তোলনে জড়িত থাকার অভিযোগে বাওন হাওড় গ্রামের মৃত জামাল উদ্দীন’র ছেলে মো:হাফিজ উদ্দিন-কে আটক করা হয় করে
নগত ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।সেই সাথে পরবর্তীতে সারী নদী ও তৎসংলগ্ন নদী এলাকার আশ-পাশের এলাকা থেকে বালু উত্তোলন করবে না মর্মে অঙ্গিকার পদান করে মুচলেকার মাধ্যমে হাফিজ উদ্দীনকে ছেড়ে দেওয়া হয়েছে।এর আগে গত ৩০ অক্টবর ২০২৩ ইং ড্রেজার মেশিন বসিয়ে সারী নদীতে অবৈধ বালু উত্তোলনের অভিযোগে পরিবেশ অধিদপ্তরের মহা পরিচালক সিলেট বরাবর হাফিজ উদ্দীন সহ ৫ জনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন গোয়াইনঘাট উপজেলার মৃত হায়দার আলীর ছেলে মোনসের আলী।পরিবেশ অধিদপ্তর স্মারক:২২.০২.৯১০০.৩৩৭.৫৮.০০১.২২.৭১৮ মুলে অবৈধভাবে বালু উত্তোলনের মাধ্যমে পরিবেশগত ক্ষতিসাধনের জন্য শুনানীতে হাজির হওয়ার নোটিশ প্রদান করেন। কিন্ত অভিযুক্তরা পরিবেশ অধিদপ্তরে হাজির না হয়ে বিভিন্ন প্রভাবশালী ব্যক্তিকে দিয়ে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে খারাপ আচরণ করেন প্রতিবেদকে ,এমন তথ্য নিশ্চিত করেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো.বদরুল হুদা।এদিকে উপজেলা প্রশাসনের
অভিযান চলাকালে সারী নদীতে বালু উত্তোলন কাজে ব্যবহৃত ড্রেজার মেশিন ও পাইপ ভেঙ্গে ফেলা হয়েছে।
এই বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ফাতেমা তুজ জোহরা সানিয়া জানান, পরিবেশ ও প্রকৃতি ধ্বংস করে অবৈধ ভাবে বালু উত্তোলনের অভিযোগ পেয়ে সারি নদীর বাওন হাওড় এলাকায় অভিযান পরিচালনা করা হয়েছে। পুনরায় এই ধরণের অবৈধ বালু উত্তোলনের কাজে কেউ জড়িত হলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা
গ্রহন করা হবে।
Leave a Reply