মোঃ মামুন হোসাইন।স্টাফ রিপোর্টার
পটুয়াখালী জেলার বাউফল উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা দপ্তরের আয়োজনে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে।
১৯.০২.২৪ইং তারিখ রোজ সোমবার সকাল দশটায় বাউফল পাবলিক মাঠে ক্রীড়া, সাংস্কৃতিক, বিষয় ভিত্তিক কুইজ ও কাবিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
উপজেলা শিক্ষা অফিসার মোঃ আতিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ বশির গাজী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ সামছুল আলম মিয়া, বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) শোনিত কুমার গায়েন, বাউফল পৌরসভার ৪নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও প্যানেল মেয়র (২) মোঃ ফরহাদ হোসেন, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি, কামরুজ্জামান খান ফিরোজ।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষা অফিসারগণ, প্রধান ও সহকারী শিক্ষকগণ, সুধীজন, সাংবাদিক ও প্রতিযোগীতায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থী বৃন্দ।
অনুষ্ঠান শেষে বিজয়ীদের পুরস্কার ও সার্টিফিকেট প্রদান করা হয়।
Leave a Reply