কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি: এসএম মাসুদ
গাজীপুরের কাপাসিয়া উপজেলার কড়িহাতা ইউনিয়নের বিহাই দুয়ার এলাকায় কাঁঠাল বাগান থেকে পুলিশ অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করেছে।
পুলিশ জানায়,গত (০২/০৯/২৪) সকালে কড়িহাতা এলাকা থেকে ফোনে একজন থানায় খবর দেন-
বিহাই দুয়ার সাকিনস্থ জনৈক মোমেন গাজী পিতা-মৃত-মোজাফফর হোসেনের বাড়ি সংলগ্ন কাঁঠাল বাগান হইতে একজন অজ্ঞাত নারীর লাশ পাওয়া যায়।
নিহতের পড়নে কালো বোরখা, লাল কালো সিটের কামিজ ও সবুজ রঙের সালোয়ার পরিহিত। মৃতের বয়স আনুমানিক (২৫) গায়ের রং উজ্জ্বল শ্যামলা। খবর পেয়ে কাপাসিয়া থানা পুলিশ লাশটি উদ্ধার করে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবুবকর মিয়া জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে বলা যাবে এর সঠিক কারন।
Leave a Reply