মোঃ মামুন হোসাইন।স্টাফ রিপোর্টার
পটুয়াখালীতে নব নির্মিত শহীদ মিনারে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) রাত ১২ টা বাজার সাথে সাথে ফুলেল শ্রদ্ধা জানিয়ে দিবসটি পালন করা হয়।
প্রথমে পটুয়াখালী -১ আসনের সংসদ সদস্য ও জাতীয় পর্টির কো-চেয়ারম্যান এ বি এম রুহুম আমিন হাওলাদার ভাষা শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা জানান। পরে পটুয়াখালীর জেলা প্রশাসক মো, নূর কুতুবুল আলম, পুলিশ সুপার মো: সাইদুল ইসলাম, জেলা পরিষদের চেয়ারম্যান এড, মোঃ
হাফিজুর রহমান হাফিজ, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আব্দুল মান্নান, সাবেক সংরক্ষিত নারী আসনের এমপি কাজী কানিজ সুলতানা হেলেন, মেয়র মহিউদ্দিন আহাম্মেদ সহ সকল সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তা কর্মচারি এবং জেলা আওয়ামী লীগের অংগ সংগঠনের নেতা কর্মীরা ও পটুয়াখালীর সকল প্রেসক্লাবের সাংবাদিকগন ফুলেল শ্রদ্ধা জানান।
বাংলাকে রাষ্ট্র ভাষা হিসেবে স্বীকৃতি আদায়ের আন্দোলন করতে গিয়ে ১৯৫২ সালের এদিন বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিলেন বাংলার দামাল ছেলেরা। যাদের তাজা রক্তের বিনিময়ে পাওয়া এই বাংলা ভাষা। আজকের এই দিনে ভাষা শহীদদের স্মরন জাননে কেউ ভুল করেননি। বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন।
Leave a Reply