হুমায়ুন কবির,রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল থানা পুলিশ খাগড়াছড়ি’র হাটহাজারী মডেল থানা পুলিশের সহায়তায় আলীপুর সাকিনের দুর্গম পাহাড়ের গহীন জঙ্গল থেকে শহিদুল ইসলাম (২২) নামে গৃহ শিক্ষককে ছাত্রী অপহরণ মামলায় আটক করেছে। গত রোববার ২৫ ফেব্রুয়ারি তাকে আটক করা হয়। রাণীশংকৈল থানা অফিসার ইনচার্জ সোহেল রানা এ তথ্য নিশ্চিত করেছেন। শহিদুল মানিকছড়ি উপজেলার শমসের আলী’র ছেলে। থানা সূত্রে জানা গেছে,
গৃহশিক্ষক শহিদুল রাণীশংকৈল উপজেলার রায়পুর গ্রামের মহিদুরের বাড়িতে গৃহশিক্ষক হিসাবে তার মেয়েকে পড়াতেন। এরপর প্রেমের জালে ফাঁসিয়ে ওই নাবালিকা ছাত্রীকে নিয়ে গত ২১ ফেব্রুয়ারি গৃহশিক্ষক শহিদুল পালিয়ে যায়। এঘটনায় ওই দিনেই মেয়ের বাবা মহিদুর বাদী হয়ে রাণীশংকৈল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে
একটি মামলা দায়ের করেন। প্রেক্ষিতে রাণীশংকৈল থানার অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) রেজাউল হকের নেতৃত্বে এবং থানা অফিসার ইনচার্জ সোহেল রানা আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহার করে এসআই আশরাফুল ইসলামসহ সঙ্গীয় ফোর্সকে পাঠিয়ে
গত ২৫ ফেব্রুয়ারী খাগরাছড়ি’র মানিকছড়ির দুর্গম পাহাড়ের গহীন জঙ্গলে অভিযান চালিয়ে ভিকটিমকে উদ্ধার ও আসামীকে গ্রেফতার করে।পরদিন সোমবার ২৬ ফেব্রুয়ারি ভিকটিমের ২২ ধারার জবানবন্দী শেষে তার ডাক্তারী পরীক্ষা সম্পন্ন হয়েছে মর্মে ওসি জানান।
Leave a Reply