মনজুরুল ইসলাম স্টাফ রিপোর্টার
নাটোরে বড়াইগ্রামের আব্দুল কাদের পাঠানের ক্রয়কৃত জমিতে রোপনকৃত গাছ
কেটে ও টিলার দিয়ে চাষ করে জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে কতিপয়
দুর্বৃত্তের বিরুদ্ধে। খবর পেয়ে পুলিশ শান্তি শৃঙ্খলা রক্ষার্থে ঘটনাস্থলে গিয়ে
চাষকাজে ব্যবহৃত টিলার জব্দ করেছে। উপজেলার কালিকাপুর গ্রামে বৃহষ্পতিবার এ
ঘটনা ঘটে। এ ব্যাপারে বড়াইগ্রাম থানায় একটি অভিযোগ দায়ের করেছেন
জমির মালিক বনপাড়া গ্রামের আব্দুল মতিন পাঠানের ছেলে আব্দুল কাদের পাঠান।
অভিযোগসুত্রে জানা যায়, প্রায় ১২ বছর আগে আব্দুল কাদের কালিকাপুর
গ্রামের জাহানার খাতুনের নিজ নামিয় এক বিঘা জমি ক্রয় করে ভোগদখল করে
আসছিলেন এবং ইতোমধ্যে জমিতে কলা, আম ও সুপারির গাছ রোপন করেন।
গাছগুলো আব্দুল কাদেরের অজান্তে ২৪ ফেব্রæয়ারী কেটে ফেলে দুবৃত্তরা। এর
কয়েকদিন পর বৃহষ্পতিবার টিলার দিয়ে ওই জমি চাষ করতে যায় কয়েকজন।
বড়াইগ্রামের বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের অফিসার ইন চার্জ মো. সিরাজুল
ইসলাম জানান, খবর পেয়ে দ্রæত ঘটনাস্থলে গিয়ে চাষকাজে ব্যবহৃত টিলার জব্দ করা হয়েছে। তবে চাষ কাজে সংশ্লিষ্টদের পাওয়া যায়নি। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা
নেয়া হবে।
Leave a Reply