নিজস্ব প্রতিবেদক :
ঢাকায় শাহবাগ থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) মো. আরশাদ হোসেন (আকাশ) এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন ঝিকুট ফাউন্ডেশনের নেতৃবৃন্দ।
শনিবার (২ মার্চ) দুপুরে শাহবাগ থানায় শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি ও সমাজকল্যাণ সংগঠন ঝিকুট ফাউন্ডেশনের নেতৃবৃন্দ ঐতিহ্যবাহী বিক্রমপুরের সন্তান ঝিকুট ফাউন্ডেশনের উপদেষ্টা মো. আরশাদ হোসেন (আকাশ) এর সঙ্গে সাক্ষাৎ করে সংগঠনের সাম্প্রতিক বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
এসময় উপস্থিত ছিলেন ঝিকুট ফাউন্ডেশন কেন্দ্রীয় পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক আশরাফ ইকবাল, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট মো. নয়ন মিয়া প্রমুখ।
এসময় ঝিকুট ফাউন্ডেশনের সাম্প্রতিক কর্মসূচি বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।
Leave a Reply