সেলিম মাহবুব,সিলেটঃ
ছাতকের সিংচাপইড় আইডিয়াল কিন্ডারগার্টেনের নতুন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ আব্দুর রহমান।
বুধবার ৬ মার্চ সকাল ১০ ঘটিকায় সিংচাপইড় আইডিয়াল কিন্ডারগার্টেনের অফিস কক্ষে অনুষ্ঠিত এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এমদাদুল ইসলাম লিলু’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে মোঃ আব্দুর রহমান কে সভাপতি, সামছুল হককে সহ-সভাপতি ও প্রিন্সিপাল মোঃ রুবেল আহমদকে সদস্য সচিব করে ১১ সদস্য বিশিষ্ট ২০২৪-২৫ সেশনের জন্য এ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। কমিটিতে অন্যান্য সদস্যরা হলেন, শুয়াইবুর রহমান, মোফাজ্জল হোসেন, এমদাদুল ইসলাম লিলু, মোহাম্মদ শাহজাহান, মোঃ আব্দুল্লাহ, আজির উদ্দিন, স্বপন দেব ও সামিয়া বেগম। সভায় অন্যান্য বছরের ন্যায় এবারও নবগঠিত কমিটির মাধ্যমে সিংচাপইড় শিক্ষা উন্নয়ণ সংস্থা দ্বারা পরিচালিত আইডিয়াল কিন্ডারগার্টেন পরিচালনার সিদ্ধান্ত হয়।
Leave a Reply