শাহরিয়ার শাকিল, বড়লেখা প্রতিনিধিঃ
জালালাবাদ এসোসিয়েশন কুয়েত শাখার সভাপতি মোহাম্মদনগর গ্রামের কৃতি সন্তান বিশিষ্ট সমাজ সেবক শিল্পপতি আব্দুল হাই মামুন এর পক্ষ থেকে পবিত্র মাহে রামাদ্বান উপলক্ষে ৭০০ পরিবারের মাঝে রমজান সামগ্রী বিতরণ করা হয়েছে।
রবিবার ১০ মার্চ সকাল ১১ ঘটিকার সময় আব্দুল হাই মামুনের আস্তাভাজন জাকির হোসেন এর নেতৃত্বে রমজান সামগ্রী বিতরণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন ইতালি ছাত্র লীগের প্রতিষ্ঠাতা সভাপতি সুলতান মাহমুদ, যুবলীগ নেতা আব্দু শহীদ সহ অন্যান্য নেতৃবৃন্দ।
জীবন জীবনের জন্য মানুষ মানুষের জন্য এই স্লোগানকে সামনে রেখে প্রতিবছরের মতো এই বছরেও আব্দুল হাই মামুনের পক্ষ থেকে বড়লেখা উপজেলার মোহাম্মদ নগর, ঘোলসা গ্রামতলার গরীব অসহায় পরিবারের মাঝে রমজান সামগ্রী বিতরণ করা রয়েছে। রমজান সামগ্রী বিতরণের পাশাপাশি তিনি সবসময় মানবিক ও সামাজিক কাজ করে সমাজের গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছেন সে জন্য প্রশংসা দাবি রাখেন। এবং আগামীতেও তার এইরকম সামাজিক ও মানবিক কাজগুলো অব্যাহত থাকবে।
Leave a Reply